ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
পালেকেল্লের উইকেট নিশ্চিত করেই ব্যাটসম্যানদের স্বর্গ। বাংলাদেশের পাঁচশ ছাড়ানো লক্ষ্যের জবাবে লড়ছে শ্রীলঙ্কা। ক্যান্ডি টেস্টে বাংলাদেশকে দারুণ জবাব দিচ্ছে স্বাগতিকরা। টেস্টের তৃতীয় দিন শেষে শুক্রবার ৩ উইকেট হারিয়ে তারা করেছে ২২৯ রান। এখনো বাংলাদেশ প্রথম ইনিংসে ৩১২ রানে এগিয়ে।
এর আগে ৫৪১ রান তুলে ইনিংস ঘোষণা করে। তামিম ইকবাল করেন ৯০ রান। এরপর মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর ২৪২ রানের জুটিতে দাপট দেখায় দল। শান্ত তুলেন ক্যারিয়ার সেরা ১৬৩। মুমিনুলের ১১তম সেঞ্চুরির ইনিংস থামেন ১২৭ রানে। দেশের বাইরে পেলেন প্রথম শতক। মুশফিকুর রহিম ৬৮ রানে অপরাজিত ছিলেন।
জবাব দিতে নেমে শুক্রবার লাহিরু থিরিমান্নের সঙ্গে ১১৪ রানের উদ্বোধনী জুটি গড়েন দিমুথ করুণারত্নে। এই বাঁহাতি ব্যাটসম্যান ক্রিজে থাকলেও ফিরে যান ওশাডা ফার্নান্ডো (২০) ও অ্যাঞ্জেলো ম্যাথুজ (২৫)।
১৯০ রানে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। দিনের শেষদিকে তাইজুল ইসলামের এলবিডাব্লিউর আবেদনে আম্পায়ার তাকে আউট দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান করুণারত্নে। ৮৫ রানে অপরাজিত তিনি। অন্যপ্রান্তে ধনঞ্জয়া ডি সিলভা রয়েছেন ২৬ রানে।
ম্যাচে ফিরতে হলে চতুর্থ দিন সকালেই আঘাত হানতে হবে বাংলাদেশের বোলারদের। না হলে জয় নয়, ড্রয়ের কথাই ভাবতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ১৭৩ ওভারে ৫৪১/৭ (ডি.) (তামিম ৯০, সাইফ ০, শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, মুশফিক ৬৮*, লিটন ৫০, মিরাজ ৩, তাইজুল ২, তাসকিন ৬*; লাকমল ৩৬-১৪-৮১-১, বিশ্ব ৩৫-৯-৯৬-৪, কুমারা ২৮-৪-৮৮-১, ম্যাথিউস ৭-১-১৪-০, ধনাঞ্জয়া ৩০-১-১৩০-১, হাসারাঙ্গা ৩৬-২-১১১-০, করুনারত্নে ১-০-৫-০)।
শ্রীলঙ্কা ১ম ইনিংসে : ৭৩ ওভারে ২২৯/৩ (করুনারত্নে ৮৫*, থিরিমান্নে ৫৮; তাসকিন ১/৩৫)
# তৃতীয় দিন শেষে
Stumps in Pallekele!
Sri Lanka reduce the deficit, with Dimuth Karunaratne’s 85* powering their effort.
Who will come out on top on day four? 🤔#SLvBAN | #WTC21 | https://t.co/o4z3X6g7HL pic.twitter.com/8zM59FmOr7
— ICC (@ICC) April 23, 2021
Discussion about this post