নিশ্চিত করেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নির্বাচকরা। কারণ তাকে নিয়ে কতো যে কথা শুনতে হয়েছে। একের পর এক সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু কাজে লাগাতে পারছিলেন না। ঘরোয়া ক্রিকেটে দারুণ সফল ব্যাটসম্যানটি আন্তর্জাতিকে ফ্লপ! এবার সেই শান্তরই দেখা মিলল। নান্দনিক ব্যাটিংয়ের পসরা সাজালেন, পাল্লেকেলে টেস্টে।
ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরিটিকেই দেড়শতে রূপ দিলেন শান্ত। ২৩৫ বলে সেঞ্চুরি। এরপর আরও ১০৯ বল খেলে পা রাখেন নিজের অচেনা আরেক মাইলফলকে। ইতিহাস জানাচ্ছে-সপ্তম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১৫০ রানের ইনিংস খেললেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
তবে দলকে প্রায় চারশর কাছে এনে ১৬১ রানে এসে থামেন তিনি। ৩৭৮ বলের ইনিংসে ছিল ১৭ চার ও এক ছক্কা। বুঝিয়ে দিলেন অনেকটা দূর যেতে শান্ত তৈরি!
বৃহস্পতিবার ১২৬ রানে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন শান্ত। দেখে-শুনে আগের মতোই শান্ত-স্থীর থাকলেন। টেস্টের মেজাজ বুঝে কোন তাড়া নেই। সঙ্গী অধিনায়ক মুমিনুল হকও দাপটে। সব মিলিয়ে ক্যান্ডির সকালটা বাংলাদেশেরই হয়ে থাকল।১১৩তম ওভারে ধনঞ্জয়াকে চার বানিয়ে ক্যারিয়ারে প্রথম দেড়শ রানে পা রাখেন এই ২২ বছর বয়সী ব্যাটসম্যান। এর আগে ৭ টেস্টে ১২ ইনিংসে তার রান ছিল ৩৩৫। এবার সেই ব্যর্থতা পেছনে ফেলে নতুন উচ্চতায় তিনি।
৩৪২ বলে ১৫০। শতক করতে খেলেন ২৩৫ বল। পরের ৫০ করতে ১০৭ বল। বাংলাদেশের টেস্ট ইতিহাস জানাচ্ছে-মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল ও ইমরুল কায়েসের পর ষষ্ঠ বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে দেড়শ রান ক্লাবে নাম লেখালেন শান্ত।
টাইগারদের ক্রিকেট ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি আসে শ্রীলঙ্কাতে। ২০১৩ সালে গল টেস্টে ডাবল সেঞ্চুরি করেন মুশফিক। একই ম্যাচে ১০ রানের জন্য ডাবল হাতছাড়া হয় মোহাম্মদ আশরাফুলের। এবার শতক পেলেন শান্ত ও মুমিনুলও।
Discussion about this post