ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
যেমনটা আঁচ করা হয়েছিল, তেমনটাই হলো। কলকাতা নাইট রাইডার্সে নিজের জায়গা হারালেন সাকিব আল হাসান। তাকে ছাড়াই বুধবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দল গড়ল তারা। কারণও অনেকটা সংগত ব্যাট-বল দুটোতেই যে এই অলরাউন্ডারকে ঠিক চেনা যাচ্ছিল না। দলের প্রথম তিন ম্যাচে ব্যাটে-বলে প্রত্যাশি পারফরম্যান্স দেখাতে পারেননি বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। এ কারণেই নাইটদের একাদশে জায়গা হারিয়েছেন তিনি।
বুধবার রাতে আইপিএলে চেন্নাই সুপার কিংসের সঙ্গে লড়ছে কলকাতা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচে সাকিবের জায়গায় আসরে প্রথমবার সুযোগ পেলেন উইন্ডিজের অফ স্পিনার সুনিল নারাইন। ভারতীয় অফ স্পিনার হরভজন সিংয়ের জায়গায় পেসার কমলেশ নাগরকটি।
নাইটদের হয়ে এবার প্রথম তিন ম্যাচে সাকিব ব্যাট হাতে ৯৭.৪৩ স্ট্রাইক রেটে তুলেছেন মাত্র ৩৮ রান। একইসঙ্গে ৮.১০ রান দিয়ে নেন ২ উইকেট।
দুই মৌসুম পর দলটিতে ফিরে প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সাকিব ব্যাট হাতে ৫ বলে করেন ৩। বোলিংয়ে প্রথম বলেই নেন উইকেট। কিন্তু শেষে অব্দি ৪ ওভারে ৩৪ রানে সেই এক উইকেটই অর্জন। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪ ওভারে ২৩ রান দিয়ে নেন এক উইকেট। ব্যাটিংয়ে পাঁচ নম্বরে নেমে দলকে বিপদে ফেলে ৯ বলে ৯ রান করে আউট। অথচ তখন জিততে দলের চাই ৩১ বলে ৩১।
তৃতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিপক্ষে আরও ব্যর্থ। এবার ২ ওভারে ২৪ রান দিয়ে উইকেটশূন্য। এরপর ২৫ বলে একটি করে ছক্কা ও চারে করেন ২৬ তুলেন। হতাশা ডুবে দল। তার পথ ধরে এবার তো একাদশেই জায়গা হারালেন তিনি।
Discussion about this post