ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দুঃস্বপ্নের নিউজিল্যান্ডে সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ওয়ানডে ও তিন টি-টুয়েন্টি প্রতিটিতেই হার। মাঠে বসেই টাইগাদের ব্যর্থতার গল্প দেখেছেন হাবিবুল বাশার সুমন। যিনি ছিলেন কিউই সফরে দলের সঙ্গে। সেই নির্বাচক দেশে ফিরে ময়না তদন্ত করলেন। জানালেন কেন এই ব্যর্থতা সঙ্গী দলের।
হাবিবুল বাশার সুমন সোমবার কথা বলেছেন গণমাধ্যমে। তারই চুম্বক অংশ তুলে ধরা হলো এখানে-
দল কেন এমন দৃষ্টিকটুভাবে হারল….
হাবিবুল বাশার: ১৪ দিন কোয়েরেন্টিন চ্যালেঞ্জিং ছিল। এই সময়টা আমরা ভালো সুযোগ পেয়েছিলাম ওখানের কন্ডিশনে মানিয়ে নেওয়ার জন্য। প্রস্তুতি আমরা ভালোই নিয়েছিলাম কিন্তু ম্যাচ হয় পরিস্থিতি অনুযায়ী ওটা ভালো করা দরকার ছিল সেটা আমরা করতে পারিনি। কোন বিভাগেই আমরা খুব বেশি ভালো করতে পারেনি। ব্যাটিং ভালো হয়নি, বোলিংটা আশানুরূপ হয়নি যতটা আশা করেছিলাম। ওয়ানডে ছাড়া আমরা কোনো ম্যাচই খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি। ফিল্ডিংটা আমাদের জন্য খুব হতাশার ছিল। দেখুন প্রস্তুতি কিন্তু আমাদের খুব খারাপ ছিল না। আমরা বেশী সময় পেয়েছি আগে আগে গিয়েছি। আবহাওয়া খুব বেশি সমস্যা করে নেই একটা ম্যাচ ছাড়া অন্যগুলোতে বৃষ্টি হয়নি। ঠান্ডাও সেরকম ছিলনা আমি আসলে কোন অজুহাত দিব না। আমরা ভালো ক্রিকেট খেলিনি। এর পেছনে অন্য কোন কারণ ছিলনা। আমি দেখেছি ছেলেরা চেষ্টা করেছে, ভালো প্রস্তুতি নিয়েছে। কিন্তু প্রয়োগটা মাঠে সেভাবে করতে পারেনি। আমরা আমাদের সামর্থ্য অনুসারে খেলতে পারিনি।
নিউজিল্যান্ডে সাফল্য তো সোনার হরিণ…
হাবিবুল বাশার: নিউজিল্যান্ডকে আমি আলাদা করে রাখতে চাই। কারণ নিউজিল্যান্ডে শুধু বাংলাদেশ দল নয়, যারাই যায় সংগ্রাম করে। একটু ভিন্ন কন্ডিশন যে কোন দেশের থেকে। এমনকি অস্ট্রেলিয়াতে গিয়েও আমাদের এত অসুবিধা হয়নি। আমি জানিনা আসলে কি কারণ হতে পারে। তবে দেখেন অস্ট্রেলিয়াও কিন্তু নিউজিল্যান্ডে গিয়ে হেরে এসেছ। আমি এটাকে কোন অজুহাত হিসেবে দেখাতে চাইনা, তুলনা করতে চাইনা। কিন্তু নিউজিল্যান্ডের কন্ডিশনটা যেকোন দেশের জন্যই চ্যালেঞ্জিং হয়। কিন্তু এবার আমাদের আশা ছিল, অন্যবারের চেয়ে ভালো দল নিয়ে গিয়েছি, পারফরম্যান্সে উন্নতি হবে। সেটা হয়নি, আমার জন্য অবশ্যই হতাশার।
সাকিব-মাশরাফি গত কিছুদিনে গণমাধ্যমে অনেক কথা বলছেন। তার প্রভাব কি পারফরম্যান্সেও পড়ল?
হাবিবুল বাশার : এখনো পর্যন্ত না, আমরা আসলে আমাদের পারফরম্যান্স নিয়ে এতটাই চিন্তিত ছিলাম যে, ভালো করার বিষয়েই আমাদের মনযোগ ছিল। আমাদের নিয়ে কিংবা অন্য কাউকে নিয়ে বাইরে কি কথা হচ্ছে সেসবে মনযোগ দেওয়ার মত পরিস্থিতি ছিল না। মরা আসলে আমাদের পারফরম্যান্স নিয়েই চিন্তিত ছিলাম।
নিউজিল্যান্ড সফরে প্রাপ্তি কি?
হাবিবুল বাশার : এটা বোঝা যাবে আমাদের পরবর্তী সিরিজে, শ্রীলঙ্কা সফরে। সাধারণত একটা কঠিন সিরিজ পার করে আসার পর পরের সিরিজটা একটু সহজ হয়। আমার অভিজ্ঞতা থেকে বলা। ভিন্ন ফরম্যাট হলেও কন্ডিশনও আলাদা। প্রাপ্তি বলতে আমাদের উপলব্ধিটা। আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমাদের কোন কোন জায়গায় উন্নতি করতে হবে। নিজেদের সম্পর্কে উপলব্ধি করাটাই এই সফরের বড় প্রাপ্তি।
Aapon sent Today at 12:15
Discussion about this post