ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জাতীয় অ্যাথলেটিক্সে তারা ছিলেন সেরা। এবার বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসেও ১০০ মিটার স্প্রিন্টে সেরা হয়েছেন মোহাম্মদ ইসমাইল ও শিরিন আক্তার। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে পুরুষ বিভাগের ১০০ মিটারে ১০.৫০ সেকেন্ড সময় নিয়ে সেরা হন বাংলাদেশ নৌবাহিনীর ইসমাইল। নৌবাহিনীর আব্দুল রউফ (১০ দশমিক ৬০ সেকেন্ড) রুপা ও বাংলাদেশ বিমানবাহিনীর নাইম ইসলাম (১০ দশমিক ৭০ সেকেন্ড) পেলেন ব্রোঞ্জ।
এর আগে ২০২০ সালে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে হওয়া জাতীয় অ্যাথলেটিক্সে ১০.৪০ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছিলেন ইসমাইল। সেই টাইমিং টপকে যেতে পারলেন না। অবশ্য অনুশীলনের সুযোগ তেমন পাননি। বলছিলেন, ‘করোনার কারণে নিয়মিত অনুশীলন করতে পারি না। মাঝেমাঝে মাঠে আসতে পারি; মাঝেমাঝে পারি না। রুটিন কাজ থাকে। করোনা মহামারী শেষ হলে আশা করি আপনারা আমার ভালো একটা টাইমিং দেখতে পাবেন। এখন স্বর্ণপদক পেয়েছি, এটাই শুকরিয়া।’
দ্রুততম মানবী শিরিন বলছিলেন, ‘এটা আমার ১২তম বারের মতো দ্রুততম মানবী হওয়া (সামার, জাতীয়সহ)। তবে গেমসে প্রথম। সেবার বিউটি আপুর সাথে পারিনি। এবার পারলাম। বাংলাদেশ গেমস কবে হয় আবার নিশ্চয়তা নেই। হয়তো বা এটাই শেষ বাংলাদেশ গেমস আমার।’
মেয়েদের বিভাগে ১১.৬০ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন শিরিন। এই ইভেন্টে শিরিনের সেনাবাহিনীর সতীর্থ শরীফা খাতুন (১১ দশমিক ৭০ সেকেন্ড) রুপা ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সোনিয়া আক্তার (১২ দশমিক ১০ সেকেন্ড) জিতেছেন ব্রোঞ্জ পদক।
Discussion about this post