ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একবছর পর মাঠে ফিরেই বাজিমাত করলেন নাসির হোসেন। বুধবার জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের তৃতীয় দিনেই রংপুরের এ ক্রিকেটার পেয়ে গেছেন সেঞ্চুরির। মূলত তার ব্যাটের ওপর ভর করেই বিপদ কাটিয়ে উঠেছে দলটি।
লিগ শুরু হওয়ার আগে নাসির বলেছিলেন ৬ ম্যাচে অন্তত ৮০০ থেকে ১০০০ রান করতে চাই। সে লক্ষ্য পূরণের শুরুটা দারুণ হয়েছে এ ডানহাতি ব্যাটসম্যানের। এ টুর্নামেন্টের পথচলাটা তার হয়েছে সেঞ্চুরি দিয়েই। এজন্য তিনি খেলেন ২২০টি বল। তার ব্যাট থেকে এসেছে ১১টি চার ও ২টি ছক্কা।
গতকালের ৯৩ রান নিয়ে বুধবার ব্যাটিং শুরু করেন নাসির। বেশ ধীরেই চলতে থাকেন এ ডানহাতি। শেষ পর্যন্ত ২২০ বল খেলে ১১ চার ও ২ ছয়ে সেঞ্চুরি তুলে নেন তিনি।
চলতি লিগের প্রথম ইনিংসে ঢাকা বিভাগ করেছিল ৩৬৫ রান। সে লক্ষ্যে রংপুর এখন ব্যাট করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দলটির সংগ্রহ ৮ উইকেটে ২২৩ রান।
Discussion about this post