ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হারতেই যেন রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলতে গেল বাংলাদেশ লিজেন্ডস দল। শুরু থেকে শেষ একই গল্প। জয় সোনার হরিণ। বাংলাদেশের সাবেকদের জন্য হতাশার টুর্নামেন্টে। এলোমেলো ক্রিকেট, ব্যাটিংয়ে দিশেহারা, বোলিং সাদামাটা আর ফিল্ডিং তো ভুলেই গেছেন সাবেকরা। সব মিলিয়ে টানা ৫ ম্যাচ খেলে পাঁচটিতেই হার।
শেষ ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে সেমি-ফাইনালে পা রাখল দক্ষিণ আফ্রিকা। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে বাংলাদেশ লিজেন্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস জিতল ১০ উইকেটে। এই নিয়ে টুর্নামেন্টে ৫ ম্যাচ খেলে সবকটি হারল খালেদ মাহমুদ সুজন-মোহাম্মদ রফিকের দল। অস্ট্রেলিয়া টুর্নামেন্টে না আসায় ‘ওয়াকওভার’ থেকে দল যে চার পয়েন্ট পেয়েছে এটাই যেন প্রাপ্তি।
সোমবার ভারতের রায়পুরে বাংলাদেশ ২০ ওভারে করে ৯ উইকেটে ১৬০ রান। জবাব দিতে নেমে অ্যান্ড্রু পাটিক ও মর্নে ফন উইকের দুর্দান্ত ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা কোন উইকেট না হারিয়েই দল পা রাখে জয়ের বন্দরে। ১৬১ রানের উদ্বোধনী জুটি গড়ে ৪ বল বাকি থাকতেই প্রোটিয়ারা পায় জয়ের সন্ধান। পাটিক ও ফন উইক টুর্নামেন্টের সবচেয়ে বড় জুটির রেকর্ড গড়েন।
দক্ষিণ আফ্রিকার হয়ে মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলা পাটিক অপরাজিত ৫৪ বলে ৮২ রানে। ফন উইক ৬২ বলে অপরাজিত ৬৯ রানে।
এর আগে মাখায়া এনটিনির বলে ছক্কা হাঁকান মেহরাব হোসেন অপি। এনটিনিকে পরে টানা দুই বলে চার-ছক্কা হাঁকান নাজিমউদ্দিন।
৫১ বছর বয়সী জন্টি রোডসের সরাসরি থ্রোয়ে বোলিং প্রান্তের স্টাম্পে বল লাগলে আউট মেহরাব। ৫ চার ও ১ ছক্কায় তার ৩২ রানে আউট নাজিম। এরপর আফতাব আহমেদ ৩টি ছক্কায় ২৪ বলে ৩৯।
হান্নান সরকার আউট হন ৩১ বলে ৩৬ করে। খালেদ মাসুদ পাইলট ৯ বলে ১৯ করে আউট।
সেমিতে দক্ষিণ আফ্রিকা লড়বে শ্রীলঙ্কার সঙ্গে। আরেক সেমি-ফাইনালে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের লড়াইয়ে জয়ী দল হবে ভারতের প্রতিপক্ষ।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ লিজেন্ডস: ২০ ওভারে ১৬০/৯ (নাজিমউদ্দিন ৩২, মেহরাব হোসেন ৯, আফতাব আহমেদ ৩৯, হান্নান সরকার ৩৬, খালেদ মাসুদ ১৯, মোহাম্মদ রফিক ৭, আব্দুর রাজ্জাক ০, মুশফিকুর রহমান ২, রাজিন সালেহ ৬, খালেদ মাহমুদ ১*, আলমগীর কবির ২*; গার্নেট ক্রুগার ৪-০-২৭-১, মাখায়া এনটিনি ৩-০-২৬-২, মন্ডে জন্ডেকি ২-০-১১-১, আলভিরো পিটারসেন ৪-০-৩৪-০, থান্ডি শাবালালা ৪-০-৩৩-২, জেন্ডার বি ব্রুইন ৩-০-২৮-১)।
দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস: ১৯.২ ওভারে ১৬১/০ (অ্যান্ড্রু পাটিক ৮২*, মর্নে ফন উইক ৬৯*; আব্দুর রাজ্জাক ৪-০-২২-০, রাজিন সালেহ ৩-০-৩৯-০, মোহাম্মদ রফিক ৪-০-২৯-০, আফতাব আহমেদ ৪-০-২৪-০, আলমগীর কবির ১-০-১৫-০, খালেদ মাহমুদ ৩.২-০-২৯-০)।
ফল: দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস ১০ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: অ্যান্ড্রু পাটিক।
Discussion about this post