এবার প্রত্যাশা পূরন হল মুশফিকুর রহীমের। দীর্ঘ মেয়াদের জন্য অধিনায়ক হলেন তিনি। আগামী দুই বছর মানে ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের অধিনায়ক মুশফিক। বুধবার বিসিবি পরিচালক পর্ষদের সভায় নেওয়া হয় এ সিদ্ধান্ত।
এমনিতে মুশফিকুর রহিমও বারবার বলেছেন- ‘যে কাউকেই করা হোক, দল পরিচালনার দায়িত্বটা একটু বেশি সময়ের জন্য হলে সবদিক থেকেই মঙ্গল। বেশি সময়ের জন্য কাউকে দায়িত্ব দেওয়া হলে দলেরই মঙ্গল। কারণ যিনি অধিনায়ক হবেন, তিনি দল নিয়ে ভাবার সময় পাবেন। দলের ত্র“টি-বিচ্যুতি এবং প্লাস পয়েন্টগুলো ভালো মতো জানা হয়ে যাবে।’
২০১১-এর সেপ্টেম্বর থেকে গত দুই বছর নানা মেয়াদে দায়িত্ব পালনের পর প্রথমবার দীর্ঘমেয়াদে দায়িত্বপ্রাপ্তি। তাও ২০১৫-এর বিশ্বকাপ পর্যন্ত। মুশফিকুর রহিম বললেন-‘বোর্ড আমার নেতৃত্ব-ক্ষমতা ও দল পরিচালনার ওপর আস্থা এবং বিশ্বাস দেখিয়েছে। আমি তাতে গর্বিত। বেশি সময়ের জন্য দল পরিচালনার সুযোগ পেয়ে আমি সন্তুষ্ট। কারণ এটা আমার জন্য এক চমৎকার সুযোগ। এখন আমি কোচ জারগেনসন এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিতে পারব।’
বর্তমান সময়ে দলের সাফল্য নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন-‘সাম্প্রতিক সময় ধারাবাহিকভাবে ভালো খেলছি আমরা। সে ধারা অব্যাহত রাখার প্রাণপণ চেষ্টা করব আমি।’
অধিনায়ক মুশফিকের রেকর্ড
টেস্ট জয় হার ড্র
১২ ১ ৭ ৪
ওয়ানডে জয় হার
২৪ ১১ ১২
টি-টুয়েন্টি জয় হার
১৫ ৬ ৯
Discussion about this post