ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অবশেষে নিশ্চিত হলো শ্রীলঙ্কা সফর। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসছে এপ্রিলে সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট ম্যাচ খেলতে ১২ এপ্রিল শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল
এরপর ফিরতি সফরে ২০ মে ঢাকায় আসবে লঙ্কানরা। এ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দলটি। নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘লঙ্কা সফরে দুটি টেস্ট একই জায়গায় হবে। বাংলাদেশ দল কলম্বোতে থাকবে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ দল সম্ভবত আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। প্রাথমিকভাবে ৬ থেকে ৭ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, অন্য প্রটোকল যে সব আছে, এসবের মধ্যেই বাংলাদেশ দল থাকবে।’
শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে মাত্র সপ্তাহ দুয়েকের জৈব সুরক্ষা বলয়ের বাইরে থাকবেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা। এরপর ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ। সেই সিরিজ খেলতে ২০ মে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল।
রোববার গণমাধ্যমের সামনে নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমরা আশা করছি আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলার পরে আমাদের সাথে শ্রীলঙ্কার হোম সিরিজ হওয়ার কথা। তিন ম্যাচের ওডিআই সিরিজ। এই তিনটা ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কা মে মাসের ২০ তারিখের দিকে বাংলাদেশে আসবে।’
একইসঙ্গে জানান এশিয়া কাপ কবে হবে এটা এখনো নিশ্চিত না। বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘এশিয়া কাপের পুরো বিষয়টা কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের একটি বিষয়। যদিও আমরা ফুল মেম্বার হিসেবে এটার সঙ্গে সম্পৃক্ত তবে এ ধরণের কোন বিষয় মিডিয়া ডিসক্লোজার বা আমি মনে করি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করা ভালো হবে।’
Discussion about this post