ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রাণঘাতী করোনার কারণে গত বছরের মার্চেই বন্ধ রয়েছে ঘরোয়া লিগ। তবে চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে দুটি ঘরোয়া টুর্নামেন্ট মাঠে গড়ালেও এখনো আলোর মুখ দেখেনি নিয়মিত হওয়া টুর্নামেন্ট গুলো। তবে, দীর্ঘ বিরতির পর অবশেষে অপেক্ষার পালা শেষ হচ্ছে। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন জানিয়েছেন চলমান বাংলাদেশ ইমার্জিং দল ও আয়ারল্যান্ড উলভসের মধ্যকার সিরিজ শেষ হলেই চলতি মাসেই শুরু হবে জাতীয় লিগ। এ টুর্নামেন্টের পর মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগও।
ঘরোয়া লিগ ফেরানোর প্রসঙ্গে নিজামউদ্দীন চৌধুরী বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের চেষ্টা থাকবে যত দ্রুত সম্ভব ঘরোয়া ক্রিকেটকে ফিরিয়ে নিয়ে আসা। এই মুহূর্তে যে গ্যাপগুলো আছে তাতে লঙ্গার ভার্সন দিয়েই হয়তো আমরা শুরু করবো। পরবর্তীতে ঢাকা প্রিমিয়ার লিগ পরিচালনার পরিকল্পনা রয়েছে। বর্তমানে আমাদের একটা সিরিজ চলছে ইমার্জিং দলের সাথে। সে ক্ষেত্রে এই সিরিজের পরপরই আমরা চেষ্টা করবো ঘরোয়া ক্রিকেটকে ফিরিয়ে আনার।’
নিয়মিত ঘরোয়া লিগ মাঠে রাখতে বিভিন্ন পরিকল্পনাও করছে বিসিবি। এজন্য ক্যালেন্ডার বানানোর কাজ শুরু করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী ২০২৩ সাল পর্যন্ত ঠিক করা রয়েছে বাংলাদেশের পরবর্তী সিরিজ গুলো। এফটিপির সূচির সাথে যেনো সাংঘর্ষিক না হয় সেই বিষয়টি মাথায় রেখে ২০২৩ সাল পর্যন্ত ঘরোয়া লিগের ক্যালেন্ডার করবে বিসিবি। এ ব্যাপারে নিজামউদ্দিন বলেন, ‘যেহেতু আমাদের এফটিপি ২০২৩ সাল পর্যন্ত একটা কনসার্ন করা আছে সেটাকে মাথায় রেখে আমাদের ঘরোয়া লিগের জন্যও ২০২৩ সাল পর্যন্ত একটা ক্যালেন্ডার তৈরি করা হবে। বিশেষ করে মূল যে টুর্নামেন্টগুলো আছে ঢাকা প্রিমিয়ার লিগ, বিপিএল, জাতীয় লিগ সহ অন্যান্য যে প্রতিযোগিতাগুলো আছে সে টুর্নামেন্টগুলোর একটা সূচি নির্ধারণ করার জন্য আমরা কাজ করছি। এ ব্যাপারে প্রক্রিয়াগত কিছু ব্যাপার সংশ্লিষ্ট কমিটি থেকে সুপারিশ আসার পরই আমরা প্রকাশ করতে পারবো বোর্ডের অনুমোদন সাপেক্ষে।’
গত বছর মাঠে গড়ায়নি বাংলাদেশ প্রিমিয়াম লিগ (বিপিএল)। এনসিএল ও ডিপিএলের সাথে এবার বিপিএল আয়োজনেরও প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএল গভর্নিং কাউন্সিল অনুমোদন দিলে চলতি মাসেই প্রকাশ হতে পারে সূচিও। বিসিবির সিইও এ নিয়ে বলেন, ‘বিপিএল পরবর্তী আসরের জন্য আমরা একটা স্লট বের করে রেখেছি। বিপিএল গভর্নিং কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে আমরা এটা প্রকাশ করবো।’
Discussion about this post