ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অনিয়ন্ত্রিত জীবন যাপনের জন্য জাতীয় দলে জায়গা হারিয়েছিলেন আগেই। এবার বিয়ে করে বেশ ফেঁসে গেলেন নাসির হোসেন। গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসে বিয়ে করেছেন এই তারকা ক্রিকেটার। কিন্তু সপ্তাহ না কাটতেই নাসির হোসেন ও তার সদ্য বিবাহিতা স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তাম্মির সাবেক স্বামী মো. রাকিব হাসান।
সেই মামলায় আগের বিয়ে গোপন থাকা অবস্থায় বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগ আনা হয়েছে। এ অবস্থায় মুখ খুললেন নাসির ও তার স্ত্রী। বুধবার রাজধানীর বনানীতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন তারা।
স্ত্রীকে নিয়ে নাসির বলেন, ‘এতদিন সে শুধু তামিমা ছিল এখন সে হচ্ছে তামিমা হোসেন। আমি চাইব না আমার বউয়ের দিকে কেউ আঙুল তুলে কথা বলুক, এবং আমার বউকে নানান ধরণের কথা বলুক। যেই যে ধরনের কথা বলছে না কেন, আমি আইগতভাবে ব্যবস্থা নেব।’
সাবেক স্বামী রাকিব প্রসঙ্গে তামিমা বলেন, ‘আমাদের বিয়ে হয়েছিল এবং একটা বাচ্চা আছে। এটা ছাড়া রাকিব মিডিয়ায় যত কথা বলেছে সব মিথ্যা। ২০১৭ সালে আমাদের ডিভোর্স হয়।’
আগের স্বামীকে তালাক প্রসঙ্গে তামিমা বলেন, ‘আমি তালাকের জন্য ২০১৬ সালে এপ্লাই করি। পরের বছর সেটা এপ্রুভ আসে। সব আইন মেনে ডিভোর্স হয়। পরিবার ও তিনি (রাকিব) সবাই এটা সম্পর্কে জানতেন। উনি যেটা করছেন, কেন করছেন, সেটা আপনাদের সবারই বোঝা হয়ে গেছে। উনি যতগুলো বলেছেন, শুধু দুইটা জিনিস, আমাদের বিয়ে হয়েছে আর বাচ্চা আছে ছাড়া, সবগুলোই মিথ্যা।’
নাসিরের স্ত্রী আরও জানালেন, ‘আমার নামে অনেক ফেক ফেসবুক আইডি খোলা হয়েছে। সেগুলো থেকে আমাদের নামে অপপ্রচার চালানো হচ্ছে। আমি বলতে চাই, আমার যে ফেসবুক আইডি রয়েছে সেটা এখন ডিঅ্যাকটিভ করা আছে। পরবর্তীতে আমরা কিছু বলেলে তা নাসিরের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানাবো।’
Discussion about this post