ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে জাতীয় দলের ক্রিকেটারদের টিকা নেয়া শেষ হয়েছে শনিবার। তাই এবার নারী দলের ক্রিকেটারদের টিকা আওতায় আনা হচ্ছে। সোমবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা প্রতিষেধক নেবেন জাহানারা ইসলাম-সালমা খাতুনরা। এমনটাই জানিয়েছেন, হাসপাতালটির ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমদ।
তামিম-মুশফিকদের পর এবার নারী দলের ক্রিকেটারদের ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে। এ প্রসঙ্গে গণমাধ্যমে শনিবার জামিল আহমদ বলেন, ‘আগামী পরশু দিন আমাদের জাতীয় মহিলা ক্রিকেট দল, তারা ভ্যাকসিন নেবে।’
শনিবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা প্রতিষেধক নিয়েছেন জাতীয় দলের ৮ ক্রিকেটার। তারা হলেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ ও মোহাম্মদ মিথুন। ভ্যাকসিন নেয়ার পর তাঁরা সবাই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালটির ডিরেক্টর, ‘আজকে আমাদের এখানে জাতীয় দলের আরও ৮জন ক্রিকেটার ভ্যাকসিন গ্রহণ করেছে। তারা সবাই সুস্থ আছে এবং তাদের পর্যবেক্ষণ সময় শেষ করার পরে সবাই হাসপাতাল ত্যাগ করেছে। এর মধ্যে ছিলেন সাইফউদ্দিন, মুস্তাফিজ, রুবেল, আফিফ, শরিফুল, শান্ত, আল আমিন এবং মিঠুন। এই ৮জন আজকে নিয়েছে, সঙ্গে ক্রিকেট বোর্ডের কিছু স্টাফও নিয়েছে। তাদের তথ্য মতে আজকে হয়তো আর জাতীয় দলের ক্রিকেটাররা কেউ আসবে না।’
এর আগে গত বৃহস্পতিবার করোনা প্রতিষেধক নিয়েছেন তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসসহ আরও বেশ কয়েকজন। এ ছাড়া কোচিং স্টাফের মাঝে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, বোলিং কোচ ওটিস গিবসনও প্রতিষেধক নিয়েছেন।
Discussion about this post