ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চট্টগ্রাম মানেই যেন মুমিনুল হকের ব্যাটে রান ফোয়ারা। আগের ৭ হাফসেঞ্চুরির ৬টিকেই রূপ দেন শতরানে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবার তাই করলেন বাংলাদেশ অধিনায়ক। শনিবার তুলে নিয়েছেন ক্যারিয়ারের দশম টেস্ট সেঞ্চুরি। তার ব্যাটে উড়ছে বাংলাদেশ। লিড সাড়ে তিনশ ছাড়িয়েছে।
চাপের মুখে আরও একবার প্রতিরোধ গড়লেন মুমিনুল হক। তিনি কেন টেস্টে স্পেশালিস্ট সেটা ভাল করেই বুঝিয়ে দিচ্ছেন। শনিবার হাফসেঞ্চুরিটাকে বানিয়ে ফেললেন শতরান। চট্টগ্রাম টেস্টে তার শতকেই নিরাপদে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে কঠিন চ্যালেঞ্জের মুখেই ফেলছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণ উড়িয়ে মুমিনুল হক তুলে নিয়েছেন ক্যারিয়ারের দশম টেস্ট সেঞ্চুরি। ৪০ টেস্টে দশটি শতক, তাকে কুর্নিশ করতেই হবে!
২৯ বছর বয়সী মুমিনুল শুক্রবার চাপের মুখে থেকে শুরু করেন ব্যাটিং। দল যখন দ্রুত ২ উইকেট হারিয়ে চাপে, তখন গড়ে তুলেন প্রতিরোধ। শুরুতে সঙ্গ দিলেন মুশফিকুর রহিম। এরপর লিটন দাসকে নিয়ে খেললেন। ৩১ রান দিয়ে দিন শুরু করে মুমিনুল শনিবার সকালে তিনি তুলে নেন ফিফটি। ৮৪ বলে অর্ধশতক।
চট্টগ্রাম পয়মন্ত মমিনুলের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ১০ টেস্টে ৮ বারই পঞ্চাশ তুলেছেন তিনি। আগের ৭ বারের ৬টিকেই রূপ দেন সেঞ্চুরিতে। এবারও তাই করলেন।
সেঞ্চুরি পেলেন ১৭৩ বলে। এ রিপোর্ট লেখার সময় তার রান ঠিক ১০০। সঙ্গে লিটনের ৫৯। শতরান ছাড়ানো জুটি গড়লেন দু’জন। আর বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৩৫৮। বলা যায় নিরাপদেই আছে টাইগাররা।
🔸 Sixth Test fifty for Liton Das
🔸 10th Test ton for Mominul Haque
🔸 A century-stand for the fifth-wicketBangladesh are cruising in Chattogram with a lead of over 350!#BANvWI pic.twitter.com/tSmvEi31f9
— ICC (@ICC) February 6, 2021
Discussion about this post