ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এমন রেকর্ডের মালিক হতে চায় না কেউ। তারপরও হয়ে যেতে হয়। এবার মাশরাফি বিন মুর্তজার অনাকাংখিত রেকর্ডে ভাগ বসালেন তামিম ইকবাল। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে শুক্রবার তামিমকে শূন্য রানে বিদায় করেন ওয়েস্ট ইন্ডিজের রাকিম কর্নওয়াল। রিভিউ নেন তামিম। তারপরও শেষ রক্ষা হয়নি। টেস্ট ক্যারিয়ারে নবম ডাক পেয়ে যান তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের হয়ে সবচেয়ে বেশি শূন্য রানে আউটের রেকর্ড এতদিন ছিল মাশরাফির। তামিম তাকে স্পর্শ করলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৩ বার কোন রান না তুলেই ফিরেছেন দু’জন।
৩০৮ ম্যাচে ২৬২ ইনিংসে মাশরাফি ৩৩ বার ডাক পান। ওপেনার তামিম ৩৪৫ ম্যাচে খেলেন ৩৯৯ ইনিংস। টাইগারদের আন্তর্জাতিক ক্রিকেটে শূন্যর রেকর্ডে তিন নম্বরে মোহাম্মদ আশরাফুল। তার শূন্য ৩১টি। এরপরই মুশফিকুর রহিম (২৬) ও হাবিবুল বাশার (২৫)।
টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি শূন্য রানে আউট আশরাফুল (১৬)। তারপরই মাশরাফি (১২), খালেদ মাসুদ (১১), মাহমুদউল্লাহ রিয়াদ (১১) ও মুশফিকুর রহিম (১১) ।
বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটে সর্বোচ্চ শূন্য-
মাশরাফি বিন মর্তুজা – ৩৩
তামিম ইকবাল – ৩৩
মোহাম্মদ আশরাফুল – ৩২
মুশফিকুর রহিম – ২৬
হাবিবুল বাশার – ২৫
Discussion about this post