ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সূচি আগেই চূড়ান্ত হয়ে রয়েছে। কিন্তু তাতে খানিকটা পরিবর্তন এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, ‘লজিস্টিকাল’ কারণে সূচিতে এই পরিবর্তন।
নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রস্তুতি আরেকটু ভালো করতে কুইন্সটাউনে ৫ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ দল। তাই সূচিতে রদবদল করেছে ক্রিকেট নিউজিল্যান্ড
আগের সূচিতে নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ ওয়ানডে খেলার কথা ছিল বাংলাদেশের আগামী ১৩, ১৭ ও ২০ মার্চ। কিন্তু সূচিতে পরিবর্তন আসায় ঐ ম্যাচ তিনটি হবে ২০, ২৩ ও ২৬ মার্চ। তবে বদলায়নি ভেন্যু। আগের মতোই প্রথম ম্যাচ ডানেডিনে, পরেরটি ক্রাইস্টচার্চে ও শেষটি ওয়েলিংটনে। এরমধ্যে ক্রাইস্টচার্চের ম্যাচটি হবে দিবা-রাত্রের।
এদিকে আগের সূচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের ২৩, ২৬ ও ২৮ মার্চ। কিন্তু সূচিতে পরিবর্তে আসায় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৮, ৩০ও ১ এপ্রিল।
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সূচি:
২০ মার্চ: প্রথম ওয়ানডে, ডানেডিন
২৩ মার্চ: দ্বিতীয় ওয়ানডে, ক্রাইস্টচার্চ
২৬ মার্চ: তৃতীয় ওয়ানডে, ওয়েলিংটন
২৮ মার্চ: প্রথম টি-টোয়েন্টি, হ্যামিল্টন
৩০ মার্চ: দ্বিতীয় টি-টোয়েন্টি, নেপিয়ার
১ এপ্রিল: তৃতীয় টি-টোয়েন্টি, অকল্যান্ড
As a result of the rescheduled @BLACKCAPS ODI against @BCBtigers at the @BasinReserve – the Firebirds Plunket Shield fixture against @ndcricket, originally scheduled for 26-29 March, has now been rescheduled to 27-30 March 🏏#WEAREWELLINGTON #cricketnation pic.twitter.com/SopECTYFD4
— Cricket Wellington (@cricketwgtninc) February 4, 2021
Discussion about this post