ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রায় বছর খানেক পর ফের টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। বুধবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি মুমিনুল হকের দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ম্যাচ শুরু সকাল সাড়ে ৯টায়।
চলুন দেখে নেই বাংলাদেশ-উইন্ডিজের মুখোমুখি পরিসংখ্যান-
মোট টেস্ট: ১৬
বাংলাদেশের জয়: ৪
ওয়েস্ট ইন্ডিজের জয়: ১০
ড্র: ২
দলীয় সর্বোচ্চ রান-
বাংলাদেশ ৫৫৬/১০ (২০১২, ঢাকা)
ওয়েস্ট ইন্ডিজ: ৬৪৮/৯ ডি. (২০১২, খুলনা)
দলীয় সর্বনিম্ন রান-
বাংলাদেশ : ৪৩/১০ (২০১৮, নর্থ সাউন্ড)
ওয়েস্ট ইন্ডিজ : ১১১/১০ (২০১৮, ঢাকা)
ব্যক্তিগত সর্বোচ্চ রান
বাংলাদেশ : তামিম ইকবাল ২০ ইনিংসে ৭৫০
ওয়েস্ট ইন্ডিজ : শিবনারায়ণ চন্দরপল ১৪ ইনিংসে ৮৯৭
ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস
বাংলাদেশ : মাহমুদউল্লাহ রিয়াদ ১৩৬ (২০১৮, ঢাকা)
ওয়েস্ট ইন্ডিজ : রামনরেশ সারওয়ান ২৬১* (২০০৪, কিংস্টন)
এক সিরিজে সর্বোচ্চ রান
বাংলাদেশ : নাসির হোসেন ২৬৩ (২ ম্যাচ)
ওয়েস্ট ইন্ডিজ : শিবনারায়ণ চন্দরপল ৩৫৪ (২ ম্যাচ)
সবচেয়ে বেশি সেঞ্চুরি
বাংলাদেশ : আবুল হাসান, মোহাম্মদ রফিক, নাঈম ইসলাম, হাবিবুল বাশার, খালেদ মাসুদ, মুমিনুল হক, মুশফিকুর রহীম, তামিম ইকবাল, ও মাহমুদউল্লাহ রিয়াদ ১টি করে।
ওয়েস্ট ইন্ডিজ : শিবনারায়ণ চন্দরপল ৪টি
সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি
বাংলাদেশ : সাকিব আল হাসান ৭টি
ওয়েস্ট ইন্ডিজ : শিবনারায়ণ চন্দরপল ৭টি
সর্বোচ্চ রানের জুটি
বাংলাদেশ : আবুল হাসান-মাহমুদউল্লাহ রিয়াদ: ১৮৪ (২০১২, খুলনা)
ওয়েস্ট ইন্ডিজ : ড্যারেন ব্রাভো-মারলন স্যামুয়েলস: ৩২৬ (২০১২, খুলনা)
সর্বোচ্চ উইকেট শিকারি
বাংলাদেশ : সাকিব আল হাসান ৪৬টি (১৮ ইনিংস)
ওয়েস্ট ইন্ডিজ : কেমার রোচ ৩৩টি (১৪ ইনিংস)
এক সিরিজে সবচেয়ে বেশি উইকেট
বাংলাদেশ : মেহেদি হাসান মিরাজ ১৫ উইকেট (২ ম্যাচে)
ওয়েস্ট ইন্ডিজ : জেসন হোল্ডার ১৬ উইকেট (২ ম্যাচে)
ইনিংসে সেরা বোলিং
বাংলাদেশ : মেহেদি হাসান মিরাজ ৭/৫৮ (২০১৮)
ওয়েস্ট ইন্ডিজ : জার্মেই লওসন ৬/৩(২০০২)
ম্যাচে সেরা বোলিং ফিগার
বাংলাদেশ : মেহেদি হাসান মিরাজ ১২/১১৭ (২০১৮)
ওয়েস্ট ইন্ডিজ : জেসন হোল্ডার ১১/১০৩ (২০১৮)
Discussion about this post