ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সবাই সাবেকদের তালিকায়। মাঠের খেলা ছেড়েছেন অনেক আগেই। খেলা ছাড়লেও অনেকেই ক্রিকেট ছাড়েন নি। নানাভাবে জড়িয়ে আছেন খেলাটির সঙ্গে। বাংলাদেশ ক্রিকেটের নানা কীর্তির সেই সব নায়ককে ফের মাঠে ফিরছেন। তাদের ক্রিকেট মাঠে ফেরাচ্ছে লিজেন্ডস চ্যাম্পিয়ন্স ট্রফি (এলসিটি) নামের এক আয়োজন।
সাবেক তারকা ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নু, নাঈমুর রহমান দুর্জয়,খালেদ মাসুদ পাইলট, হাবিবুল বাশাররা মাঠে ফিরছেন কর্পোরেট এক টুর্নামেন্টে। দশ ওভারের ক্রিকেট লড়াই। যেখানে মাঠ মাতাবেন তারকারা, যারা এক সময় খেলেছেন জাতীয় দলের হয়ে।
১৮ থেকে ২১ ফেব্রুয়ারি কক্সবাজারে অনুষ্ঠিত হবে লিজেন্ডস চ্যাম্পিয়ন্স ট্রফি। সোমবার রাতে যার ড্রাফট হয়েছে। টুর্নামেন্টে খেলছে ছয় ফ্র্যাঞ্চাইজি- এক্সপো রেইডার্স, একমি স্ট্রাইকার্স, জেমকন টাইটান্স, নারায়ণগঞ্জ ওয়ারিয়র্স, বৈশাখী বেঙ্গলস ও জা’দুবে স্টার্স।
দলগুলোর আইকন ও অধিনায়ক হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ছয় অধিনায়ক। হাবিবুল বাশার জেমকন টাইটান্সের আইকন। রেইডার্সে খালেদ মাহমুদ, বেঙ্গলসে মিনহাজুল আবেদীন ও স্টার্সের আইকন-অধিনায়ক আকরাম খান, স্ট্রাইকার্সে খালেদ মাসুদ, ওয়ারিয়র্সে নাঈমুর রহমান দুর্জয়।
টুর্নামেন্টে প্রতিটি দলে থাকবেন একজন মেন্টর। টাইটান্সে সারোয়ার ইমরান, রেইডার্সে নাসির আহমেদ নাসু, বেঙ্গলসে আজহার হোসেন শান্টু, স্ট্রাইকার্সে জাহিদ রাজ্জাক মাসুম, স্টার্সে নুরুল আবেদীন নোবেল ও ওয়ারিয়র্সে আতহার আলী খান। ড্রাফট অনুষ্ঠানে দলগুলোর বাকি খেলোয়াড়ও বেছে নেয়া হয়। ৯৬ জন খেলোয়াড়-সদস্য থাকছেন ৬ দলে।
টুর্নামেন্টের সবগুলো অনুষ্ঠিত ম্যাচ হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ক্রিকেটারদের সংগঠন কোয়াব সার্বিক সহযোগিতায় রয়েছে। সম্প্রচার স্বত্ব পেয়েছে দেশের প্রথম ক্রীড়া বিষয়ক চ্যানেল টি-স্পোর্টস।
Discussion about this post