ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফের টেস্ট ক্রিকেটে মাতবে বাংলাদেশ। ৩ ফেব্রুয়ারি শুরু চট্টগ্রাম টেস্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেে সেই লড়াইয়ে আছেন লিটন দাস। যদিও ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচেই ব্যর্থ ছিলেন তিনি। ১৪, ২২ ও ০ মিলিয়ে তিন ম্যাচে ৩৬ রান। সাদা পোশাকের ক্রিকেট নিয়ে দারুণ আশাবাদী তিনি।
শনিবার এক ভিডিও বার্তায় লিটন জানালেন ব্যর্থতার স্মৃতি থেকে বের হতে চান তিনি। চলুন দেখে নেই কী বললেন টাইগার ক্রিকেটার লিটন দাস।
ওয়ানডেতে তেমন ভাল হয়নি আপনার…
অনেক দিন পর টেস্ট ক্রিকেট খেলছি এটাতে অনেক খুশি যে অনেক দিন পর শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট। টেস্ট ক্রিকেট তো টোটালি অন্য রকম একটা জিনিস। ফিলিংসই অন্য রকম দেশের হয়ে টেস্ট খেলার। ওয়ানডে আমি ভালো করতে পারিনি, এটা সম্পূর্ণ আলাদা ফরম্যাট। আমি চাচ্ছি না সেই বিষয়টি নিয়ে চিন্তা করতে বা রিকল করতে। এখানে আমার নতুন রোল, চেষ্টা করব এখানে যে রোলটা সেটা ভালো করে প্লে করার জন্য।
সাকিব ফিরছে টেস্ট ক্রিকেটে..
আমার কাছে তো অনেক ভালো মনে হচ্ছে। কারণ ওয়ানডের পর ৭-৮ দিনের একটা গ্যাপের মধ্যে আছি। যেখানে আমরা অনুশীলন করার চেষ্টা করছি। নিজের সর্বোচ্চ দেওয়ার কারণ অনেক দিন পর লাল বলের খেলা। সাকিব ভাই যে কথাটা বললেন, উনি একটা ভাইটাল রোল প্লে করে সব সময় ম্যাচের মধ্যে। উনি থাকলে আমাদের ব্যাটিং প্লাস বোলিং দুই দিক দিয়েই হেল্প হয়। আমরা সবাই আগ্রহী ভালো ক্রিকেট খেলার জন্য এবং যথেষ্ট পরিমাণ ক্ষুধা আছে প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে, অনেক দিন পর ক্রিকেট খেলবে। সো হোপফুলি ভালো কিছু হবে।
সিরিজ কেমন হতে পারে…
আমার কাছে যেটা মনে হয় টেস্টে ক্রিকেটে অনেক দিন পর খেলতে নামছি আমরা। অবশ্যই কঠিন হবে। ওদের খুব ভালো পেস অ্যাটাক আছে এবং স্পিনও আছে। সিচুয়েশনটা ডিপেন্ড করবে অনেক কিছুর ওপরে। আমার কাছে যে জিনিসগুলো মনে হয় আমাদের বেটার ক্রিকেট খেলতে হলে, ভালো পারফরম্যান্স করার জন্য অনেক সময় উইকেটে ব্যয় করতে হবে। প্লাস সিচুয়েশনগুলোও আমাদের হ্যান্ডেল করতে হবে। সেটা বোলিং পাই, ব্যাটিং পাই, বড় বড় পার্টনারশিপ, বোলিংয়ে পার্টনারশিপ, ব্যাটিংয়ে পার্টনারশিপ হলে জিনিসগুলো আমাদের পক্ষে আসবে।
Discussion about this post