ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তারা দু’জনই ছিলেন ওয়ানডে দলে। দলের সঙ্গে চট্টগ্রামেও উড়ে গিয়েছিলেন। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের হয়ে মাঠে নামার সুযোগ পান নি দুই তরুণ আফিফ হোসেন ধ্রুব ও শেখ মেহেদী হাসান। তারপরও তামিম ইকবাল-সাকিব আল হাসানদের সঙ্গে এক ড্রেসিংরুম ভাগাভাগি করার সুযোগ পেয়েছেন। এই পর্ব শেষে তারা নতুন মিশনে।
আবুধাবি টি-টেন লিগ সোমবার রাতেই খেলতে দেশ ছেড়েছেন আফিফ ও মেহেদী। চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচের পর পরই দুবাইয়ের বিমানে বাংলাদেশ ছেড়েছেন তারা।
টি-টেন লিগে বাংলা টাইগার্স দলের হয়ে খেলবেন বাংলাদেশ জাতীয় দলের এই দুই তরুণ ক্রিকেটার। এ দলের আইকন ক্রিকেটার আফিফ। দুই অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি ও আফিফের সঙ্গে দলটিতে খেলবেন আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, মুজিব উর রহমান, পেসার ইসুরু উদানা।
টি-টেনে খেলার কথা ছিল তাসকিন আহমেদেরও। টেস্টের প্রাথমিক দলে নাম থাকায় আবুধাবি যাওয়ার অনুমতি পাননি এই পেসার। আফিফ-মেহেদীর আগেই আবুধাবিতে গেছেন আরও তিন বাংলাদেশি ক্রিকেটার। মারাঠা অ্যারাবিয়ান্সের হয়ে খেলতে গেলেন মোসাদ্দেক হোসেন সৈকত। একই দলের আরেক সদস্য মুক্তার আলীও দেশ ছেড়েছেন। পুনে ডেভিলসের হয়ে খেলতে এখন আবুধাবি আছেন অলরাউন্ডার নাসির হোসেন।
মধ্যপ্রাচ্যের আবুধাবিতে আসছে ২৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে টি-টেন লিগের চতুর্থ আসর।
Discussion about this post