ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এর আগে মূল অধিনায়কের অবর্তমানে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। কিন্তু এবারই প্রথম অফিসিয়ালি কোন সিরিজে প্রথম দলকে নেতৃত্ব দিলেন তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই সিরিজে সফল ক্যাপ্টেন তামিম। দল ওয়ানডে সিরিজ জিতেছে ৩-০ ব্যবধানে।
আবার ব্যাট হাতেও সফল তামিম। সিরিজে সবচেয়ে বেশি রান তারই। তিন ম্যাচে করেছেন ১৫৮ রান। সেই তামিম জানালেন প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করে তিনি সফল। সোমবার চট্টগ্রামে ম্যাচ শেষে ভিডিও বার্তায় তিনি যা বললেন তুলে ধরা হলো এখানে-
সিরিজ নিয়ে মূল্যায়ন…
যেভাবে আমরা ক্রিকেট খেলেছি খুব ভালো ছিলো। সত্যি কথা বলতে মূল যে বিষয়টি আমি লক্ষ্য করেছি ভালো করার যে ক্ষুধাটা ড্রেসিং রুমে ছিলো তা তিন ম্যাচেই ছিলো। এমন হয়নি যে গত দুই ম্যাচ জিতে যাওয়ার পরে আজ দলের কেউ তেমন রিলাক্সে ছিলো এমন কিছুনা। আমরা জানতাম যে এখন পয়েন্ট সিস্টেম। আমাদের কোয়ালিফাইং খেলরতে হবে কি হবে না এটা নিয়ে একটা ইস্যু থাকে। তাই প্রতিটা ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। সব ওয়ানডে ম্যাচই খুব গুরুত্বপূর্ণ।তাই যে ক্ষুধা ছিলো আমি খুব খুশি।
গোটা দল কেমন খেলল..
খুশি অবশ্যই। একটা জিনিস দেখেন ক্রিকেটে উন্নতির জায়গা সবসময়ই থেকে যায়।আজকে একটা সুযোগ ছিলো আমাদের দুইজনের মধ্যে একজনের সেঞ্চুরি করার এগুলা যদিও হইতো তাইলে পরিপূর্ণ খেলা বলতে পারতাম। আমি ৬৪ করে আউট হয়ে গেলাম, সাকিব ৫০ করে আউট হয়ে গেলো, মুশফিক দেরিতে আসায় ওর হাতে হয়তো ওতো ওভার ছিলো না। এগুলা যদি এখন আমরা কাটিয়ে উঠতে পারি তাহলে হবে কি যখন আমরা বিদেশে যাবো তখন এগুলা সাহায্য করবে। আমরা সিরিজ জিতেছি এবং কনভিন্সিংলি জিতেছি তাই কোন অভিযোগ নেই।
নিজের সেরা ব্যাটিং
দেখুন ভালো হচ্ছে কিন্তু প্রথম দুই ম্যাচে সুযোগ ছিলো অপরাজিত থাকার। আজকে সুযোগ ছিলো বড় ইনিংস খেলার। অবশ্যই হতাশা তো আছে। একদিক থেকে ভালো যে আন্তর্জাতিক ক্রিকেটে এসে আমি রান পাচ্ছি। তাই এটা ঠিক আছে কিন্তু আরও ভালো হতে পারতো।
দলে পরিবর্তন প্রসঙ্গে…
দেখেন যে দুইজন আজকে খেলেছে সাইফুদ্দিন আমাদের প্রায় এক দেড় বছর ধরেই পেস বোলিংয়ের প্রথম পছন্দ। ও সবসময় ১১ তে থাকে। কিন্তু ১ম ওয়ানডের সময় ম্যানেজমেন্ট মনে করেছে ও হয়তো শতভাগ ফিট না তাই তাঁর ফেরা অনুমিতই ছিলো। আর তাসকিন অবিশ্বাস্য বোলিং করেছে।আপনি যদি টি-টোয়েন্টি দেখেন বা প্রেসিডেন্ট কাপ দেখেন আমাদের আজকে যেহেতু একটা সুযোগ ছিলো একারণেই ওকে খেলানো হয়। আর সে হতাশ করেনি। সে অনেক ভালো করেছে আজ। হয়তো ৩-৪টি উইকেট পায়নি কিন্তু সে আসলেও খুব ভালো বোলিং করেছে।
টেস্টের প্রস্তুতি…
দেখেন অবশ্যই আমরা ২৯৭ রান অনেক স্লো উইকেটে করেছি। তাই আমার মনে হয় ব্যাটিংটা বিশেষ করে শেষটা খুব ভালো করেছি। টেস্ট ভিন্ন বলের খেলা। ওদের বোলিং আক্রমণ আলাদা। সেখানে ২-৩ জন দারুণ বোলার আছে। তাই অবশ্যই চ্যালেঞ্জিং হবে। আমরা এতদিন ধরে প্রস্তুতি নিচ্ছি সঙ্গে আমাদের হাতে এখনো ৬-৭ দিন আছে তাঁর আগে আমরা প্রস্তুত।
Discussion about this post