ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ওয়ানডে সিরিজ এক ম্যাচ আগেই জিতে নিয়েছে বাংলাদেশ। ২৫ জানুয়ারি সিরিজের শেষ ওয়ানডে চট্টগ্রামে। তারপরই টেস্ট সিরিজ। তার আগে প্রস্তুতি পর্বে নিজেদের ঝালিয়ে নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ৫ ক্রিকেটার। যারা রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে।
কাজী নুরুল হাসান সোহানকে অধিনায়ককে করে শুক্রবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৯ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে তিনদিনের প্রস্তুতি ম্যাচে লড়বে বিসিবি একাদশ ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
এরপরই ২ ম্যাচ টেস্ট সিরিজ। যার প্রথম ম্যাচটি শুরু হবে আগামী ৩ ফেব্রুয়ারি, চট্টগ্রামে।
টেস্টের প্রাথমিক দলে ডাক পাওয়া ৫ ক্রিকেটার আছেন রয়েছেন প্রস্তুতি ম্যাচের দলে। তারা হলেন- অধিনায়ক সোহান, সাইফ হাসান, সাদমান ইসলাম, ইয়াসির আলী চৌধুরী ও সৈয়দ খালেদ আহমেদ। যুব বিশ্বকাপজয়ী ৬ ক্রিকেটার আকবর আলি, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহিন আলম, শাহাদাত হোসেন দিপু ও শরিফুল ইসলাম রয়েছেন দলে।
প্রস্তুতি ম্যাচের ১৪ সদস্যের দল-
নুরুল হাসান সোহান (অধিনায়ক), মাহমুদুল হাসান, আকবর আলি, তৌহিদ হৃদয়, মুকিদুল ইসলাম মুগ্ধ, শাহিন আলম, রিশাদ হোসেন, সাইফ হাসান, সাদমান ইসলাম, ইয়াসির আলি চৌধুরি, শাহাদাত হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ
Discussion about this post