ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সাকিব আল হাসান ঠিক নিজের মতো করেই ফিরলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বুধবার এই স্পিনারের বোলিং ফিগারটা দেখুন: ৭.২-২-৮-৪। এরপর ব্যাট হাতে ১৯। দলকে ৬ উইকেটের সহজ জয় এনে দিয়ে ম্যাচসেরা তিনিই। লড়াই শেষে হাসিমুখে দাঁড়ালেন ক্যামেরার সামনে।
যেখানে ওঠে আসলে তামিম ইকবালের নেতৃত্ব প্রসঙ্গও। এই ম্যাচ দিয়েই অফিসিয়ালি অধিনায়কত্ব শুরু হলো তামিমের। চলুন দেখে নেই সাক্ষাৎকারে কী বললেন সাকিব।
পছন্দের তিন নম্বর পজিশন ছেড়েছেন। নিজের ব্যাটিং অর্ডার প্রসঙ্গে…
কোচ, অধিনায়ক, টিম ম্যানেজমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা খেলোয়াড় হিসেবে আমাকে রেসপেক্ট করতে হবে। আমি অ্যাগরি করি বা ডিসঅ্যাগরি করি সেটা বড় কথা না। সব সময় আমি টিমের হয়ে খেলার চেষ্টা করি। আমার কাছে ব্যক্তিগত অর্জনের থেকে দলগত অর্জন সব সময়ই বড় মনে হয়। এটা বড় কোনো পার্থক্য করবে না মনে হয়।
সেরা দল নিয়ে আসেনি উইন্ডিজ….
আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলছি। ওরা ম্যাচ খেলতে আসছে। হ্যাঁ ওদের ৬-৭ জন মূল খেলোয়াড় নেই। আর ওদের মূল দল যেটা আমরা বলছি সেটাকে আমরা বিশ্বকাপে হারিয়ে এসেছি। আবার ওদের দেশে হারিয়েছি। ওদের সেরা টিমটা ভালো করতে পারছে না বলেই হয়তো এই টিম পাঠিয়ে দিয়েছে। যেন বেটার রেজাল্ট করতে পারে। আপনাদের চিন্তাধারা সম্পূর্ণ ভুল। ওরা সব সময় বেটার। আমরা সব সময় ওদের রেসপেক্ট করি। তারা ভালো ক্রিকেট খেলতে সামর্থ্যবান। আাজকের উইকেট কঠিন ছিল। হয়তো অভিজ্ঞতার কারণে বেটার ক্রিকেট খেলেছি। বাট তার মানে এই না যে আমরা সামনের দুই ম্যাচ আরামে জিতে যাবো। আমাদের হার্ড ওয়াক করতে হবে।
ম্যাচে নিজের পরিকল্পনা
ওডিআই ম্যাচে, আমার ধারণা একটা টিম পরিকল্পনা করে যে যত বেশি ডট বল করা যায়। আমাদেরও খুব পরিকল্পনা ছিল যে ভালো জায়গায় বল করা এবং যত বেশি ডট বল করা।
অধিনায়ক তামিমের প্রথম ম্যাচ। তাকে বিচার করা প্রসঙ্গে…
দেখুন কাউকে আপনি এক ম্যাচে জাজ করবেন না। ভালো করেছে। এক বছর যেতে দেন। দেন এই প্রশ্ন করতে পারেন।
Discussion about this post