ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জয়ের মঞ্চটা তৈরিই ছিল। সোমবার শুধু আনুষ্ঠানিকতাটাই সারল ইংল্যান্ড ক্রিকেট দল। শ্রীলঙ্কার সম্ভাবনায় জলে ঢেলে গল টেস্টে সহজেই জিতল ইংল্যান্ড। জনি বেয়ারস্টো ও ড্যান লরেন্সের ব্যাটে হাসিমুখ সফরকারীদের। ৭ উইকেটে জিতে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেলো জো রুটের দল।
টেস্টের পঞ্চম ও শেষ দিনে জিততে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৩৬ রান। আর শ্রীলঙ্কার ৭ উইকেট। সেই মিশনে ৩৫ মিনিটে ৯.২ ওভারে দলকে জয় এনে দেন বেয়ারস্টো ও লরেন্সের।
যদিও আগের দিন ৭৪ রানের জবাবে নেমে ১৪ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে ইংল্যান্ড। তারপরই পথ দেখান বেয়ারস্টো ও অভিষিক্ত লরেন্সের লড়াই। দু’জনের ৬২ রানের জুটিতেই হাসিমুখ।
দেখে-শুনে খেলে ৬৫ বলে দুই চারে ৩৫ রানে অপরাজিত বেয়ারস্টো। লরেন্স ২১। তবে ম্যাচসেরা প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান ইংল্যান্ড অধিনায়ক রুট।
শুক্রবার গলে শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৩৫/১০
ইংল্যান্ড ১ম ইনিংস: ৪২১/১০
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৩৫৯/১০
ইংল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৭৪) (আগের দিন ৩৮/২) ২৪.২ ওভারে ৭৬/৩ (বেয়ারস্টো ৩৫*, লরেন্স ২১*; এম্বুলদেনিয়া ১২-৩-২৯-২, দিলরুয়ান পেরেরা ১১.২-২-৩৪-০, হাসারাঙ্গা ১-০-৪-০)।
ফল: ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী
সিরিজ: দুই ম্যাচের সিরিজে ইংল্যান্ড ১-০তে এগিয়ে
ম্যাচসেরা: জো রুট
Discussion about this post