ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সময়ের সেরাই নন, তারা তিনজন যেন সর্বকালের সেরাদের অন্যতম। মাঠের ক্রিকেটে লড়াইটাও বেশ জমে উঠেছে তিনজনের। কেন উইলিয়ামসন, বিরাট কোহলি আর স্টিভেন স্মিথ খেলে যাচ্ছেন দাপুটে ক্রিকেট। এই যেমন এখন একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার লড়াইয়ে ব্যস্ত! এবার কেন উইলিয়ামসন পা রাখলেন নতুন উচ্চতায়। নিউজিল্যান্ড অধিনায়ক অর্জন করলেন ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট। পাশাপাশি শীর্ষস্থান পুনরুদ্ধারের পথে এক ধাপ এগিয়ে গেলেন স্টিভেন স্মিথ। বিরাট কোহলিকে তিনে পাঠিয়ে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে স্মিথ এখন দুইয়ে।
মঙ্গলবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির সবশেষ র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ক্রাইস্টচার্চ টেস্টের ডাবল সেঞ্চুরিতে ২৯ রেটিং পয়েন্ট বাড়ল উইলিয়ামসনের। তার রেটিং পয়েন্ট এখন ৯১৯। এটি শুরু নিজেরই নয়, নিউজিল্যান্ডের ইতিহাসেও কারও ব্যক্তিগত সর্বোচ্চ রেটিং পয়েন্ট। ২০১৫ সালের ডিসেম্বরে উইলিয়ামসনেরই ৯১৫ ছিল দেশের হয়ে আগের সর্বোচ্চ। স্যার রিচার্ড হ্যাডলি ১৯৮৫ সালের ডিসেম্বরে বোলারদের র্যাঙ্কিংয়ে অর্জন করেন ৯০৯ রেটিং পয়েন্ট।
অন্যদিকে ভারতের বিপক্ষে সিডনি টেস্টে ১৩১ ও ৮১ রান তুলে স্মিথের ২৩ রেটিং পয়েন্ট বেড়েছে। তিনি ৯০০ রেটিং পয়েন্টিনিয়ে আছেন দুই নম্বরে। বিরাট কোহলি মাঠের বাইরে। পিতৃত্ব কালীন ছুটি কাটাচ্ছেন তিনি। ৮৭০ রেটিং পয়েন্ট নিয়ে তিনে ভারত অধিনায়ক।
বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষ চারে রয়েছেন প্যাট কামিন্স, স্টুয়ার্ট ব্রড, নিল ওয়্যাগনার ও টিম সাউদি। তিন ধাপ এগিয়ে পাঁচে জশ হেইজেলউড।
টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও যথারীতি শীর্ষে বেন স্টোকস। চারে আগের মতোই সাকিব আল হাসান। তার ওপরে জেসন হোল্ডার। রবীন্দ্র জাদেজা উঠেছেন দুইয়ে।
Discussion about this post