ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অবশেষে যাবতীয় উদ্বেগের অবসান হল বৃহস্পতিবার। এদিন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন সৌরভ। আপাতত কয়েকদিন নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে তাকে। করাতে হতে পারে নানা পরীক্ষা-নিরীক্ষা। হাসপাতাল থেকে বেরিয়ে প্রত্যেক চিকিৎসক এবং বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
ইচ্ছে করলে বুধবারই হাসপাতাল ছাড়তে পারতেন সৌরভ গাঙ্গুলি। কিন্তু সাবেক ভারত অধিনায়ক ও বর্তমান বিসিসিআই চেয়ারম্যান আরও একদিন সেখানে থাকার ইচ্ছে প্রকাশ করেন। সে মোতাবেক ৫ দিন পর বৃহস্পতিবার হাসপাতাল ছাড়লেন বর্তমান বিসিসিআই চেয়ারম্যান।
বৃহস্পতিবার নস্যি রঙের জ্যাকেট ও মুখে মাস্ক পরে হাসপাতাল থেকে বেরিয়ে চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান সৌরভ। তিনি বলেন, ‘এখানকার চিকিৎসক, নার্স, হাসপাতালের কর্মীরা যে ভাবে আমার সেবাযত্ন ও চিকিৎসা করেছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ।’
এদিকে বাড়ি ফিরে সৌরভ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। জানান, ‘আমি ভাল আছি। জীবনে ফিরলাম। ধন্যবাদ।’
হাসপাতাল সূত্রে খবর, আপাতত সৌরভের বাড়িতে একজন নার্স থাকবেন। তিনি সময়মতো ওষুধপত্র দেবেন। প্রায় প্রতিদিনই তার সঙ্গে চিকিৎসকরা যোগাযোগ রাখবেন। বাড়ি গিয়ে তার শারীরিক পরিস্থিতির দেখভাল করবেন চিকিৎসকরা। তার শারীরিক অবস্থা অনুযায়ী পরবর্তী ক্ষেত্রে চিকিৎসার গতিপ্রকৃতি স্থির হবে।
এরআগে গত ২ জানুয়ারি, শনিবার জিম করতে গিয়ে অসুস্থ বোধ করেন সৌরভ। বুকে ব্যথা অনুভূত হওয়ায় নিজের উদ্যোগেই হাসপাতালে ভর্তি হন। তারপরই জানা যায়, মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে তার। ডা. সরোজ মণ্ডলের নেতৃত্বে পাঁচ সদস্যের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে ছিলেন দেশের প্রাক্তন অধিনায়ক। রাইট করোনারি আর্টারি-সহ মোট তিনটি ব্লকেজ ছিল্ অ্যাঞ্জিওপ্লাস্টির পর স্টেন্ট বসানো হয়। এদিকে মঙ্গলবারই ডা. দেবী শেঠী দেখা করেন সৌরভের সঙ্গে। তারপরই তিনি জানিয়ে দিয়েছিলেন, সৌরভ একদম সুস্থ। সপ্তাহ দুয়েক বিশ্রাম নিয়ে আগের মতোই সব কাজ করতে পারবেন।
Discussion about this post