ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসের সঙ্গে মানিয়ে নিয়ে চলতে শিখে গেছে সবাই। জীবনযাপনে নতুন সংযোজন ‘নিউ নর্মাল!’ কোভিড সংক্রমণ না কমলেও ঘর ছেড়ে বেরিয়ে পড়েছেন অনেকেই। এমন কী মাঠেও ফিরেছে ক্রিকেট। জৈব সুরক্ষা বলয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও শেষ করেছে দুটি টুর্নামন্টে। সামনেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ।
কোভিড পরবর্তী প্রথম সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশের প্রাথমিক দলে আছেন পেসার তাসকিন আহমেদ। যদিও এখনো শুরু হয়নি ক্যাম্প। তার আগে বেশ ছুটির আমেজে রয়েছেন জাতীয় দলের এ তারকা পেসার।
অন্তর্জালের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জানালেন সময়টা বেশ রঙিন! মঙ্গলবার ১২টি ছবি আপলোড করেছেন তাসকিন। যেখানে দেখা যাচ্ছেন বাহারি রঙের পোশাকে ক্যামেরার সামনে হাসিমুখে তাসকিন। সঙ্গে তার বাবা-মা আর স্ত্রী-সন্তান।
পরিবারের সঙ্গে ছবি পোস্ট করে তাসকিন লিখলেন, Quality time with my family .. Alhamdulillah, মানে অনেকটা এমন- ‘পরিবারের সঙ্গে দারুণ সময়, আলহামদুলিল্লাহ।’
বাংলাদেশেরই কোন এক রিসোর্টে সবাইকে নিয়ে ছুটির সময়টা কাটালেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ে ঢুকবে ৮ জানুয়ারি থেকে জৈব সুরক্ষা বলয়ে চলে যাবেন ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা। ১০ জানুয়ারি থেকে শুরু অনুশীলন। তারপর নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ১৪ ও ১৬ জানুয়ারি।
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে তেমন সাফল্য না পেলেও প্রেসিডেন্টস কাপে ভাল করেছেন তাসকিন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সুযোগ পেলে তিনি নিজেকে উজাড় করে দিতে চান। জানালেন, ‘অনেকদিন পরে সামনে আমাদের আন্তর্জাতিক সিরিজ হতে যাচ্ছে। অবশ্যই লক্ষ্য থাকবে যেন সবাই ভালো কিছু করতে পারি। আল্লাহ তায়ালা যদি আমাদের সুযোগ করে দেন তাহলে আমি আমার শতভাগ দিয়ে চেষ্টা করব।’
Discussion about this post