ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশের সবশেষ টেস্টেও ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ঘরোয়া শেষ দুই টুর্নামেন্টে এ তারকা ব্যাট হাতে দারুণ সফল থাকায় ভক্তরা আশা করেছিলেন আসন্ন ওয়েস্ট সিরিজের টেস্টে খেলার সুযোগ পাবেন তিনি। কিন্তু না এ সংস্করণের ক্রিকেটে ফেরার আরও অপেক্ষা বাড়ল এ অলরাউন্ডারের। কেননা সোমবার ২৪ সদস্যের ঘোষিত টেস্টের প্রাথমিত স্কোয়াডে জায়গা হয়নি তার।
আর এক সপ্তাহ পরই বাংলাদেশে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ওয়ানডের সঙ্গে এই সফরে টেস্টও খেলবে ক্যারিবীয়রা। এই সফরের জন্য সোমবার আলাদা দুটি প্রাথমিক দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডের ২০ সদস্যের দলে থাকলেও টেস্টে ২৪ জনের প্রাথমিক দলে নেয়া হয়নি অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকেও।
দেশের হয়ে ৪৯ টেস্ট খেলা মাহমুদউল্লাহর বাদ পড়াকে অপ্রত্যাশিতই বলা যায়। করোনায় বন্ধ হওয়ার আগে বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছে পাকিস্তান সফরে। ওই সফরেও দলের সঙ্গে ছিলেন মাহমুদউল্লাহ।
মাহমুদউল্লাহর বয়স ৩৪ পেরিয়েছে। এমন সময়ে এসে দল থেকে ছিটকে পড়া তার জন্য সুখের খবর নয়। টেস্টে ৩১.৭৭ গড়ে রান তার। আছে ৪টি সেঞ্চুরির সঙ্গে ১৬ হাফসেঞ্চুরি। ক্যারিয়ারের পঞ্চাশতম টেস্টের সামনে দাঁড়িয়ে মাহমুদউল্লাহও নিশ্চয়ই এভাবে বাদ পড়ার কথা ভাবেননি।
আগামী ১০ জানুয়ারি বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। পরে ২০ তারিখ শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ হবে ২২ ও ২৫ তারিখ। টেস্ট সিরিজ শুরু হবে ৩ ফেব্রুয়ারি। দ্বিতীয় ম্যাচটি হবে ১১ ফেব্রুয়ারি তারিখ থেকে।
টেস্ট সিরিজের প্রাথমিক স্কোয়াড-
মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, ইয়াসির আলি রাব্বি, মোহাম্মদ সাইফ হাসান, আবু জায়েদ চৌধুরী রাহি, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কাজী নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম, নাইম হাসান ও এবাদত হোসেন চৌধুরী।
Discussion about this post