ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
রীতিমতো বিস্ময়কর। কিন্তু ঘটনা সত্য। ব্যাট হাতে দাপট দেখিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। সাফল্য উঠে গেছেন অনন্য উচ্চতায়। তার পথ ধরে মাঠের বাইরেও আয় মন্দ নয়। তবে ২০২০ সালের শেষে এসে দুঃসংবাদ শুনলেন ভারতীয় অধিনায়ক। মাঠের বাইরেও পিছিয়ে পড়ছেন কোহলি।
কিছুটা পিছিয়ে পড়লেন তিনি। এই ডানহাতি ব্যাটসম্যান। তাকে ছাড়িয়ে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার হলেন পেস বোলার জাসপ্রিত বুমরাহ।
যদিও চলতি বছরে করোনাভাইরাসের কারণে খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেন নি কোহলি। তাছাড়া সন্তানসম্ভবা স্ত্রী আনুশকা শর্মার পাশে থাকতে এখন তো ছুটিতে আছেন এই তারকা ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে থেকেই খেলছেন না।
এ কারণেই কীনা কে জানে কোহলিকে পেছনে ফেলে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার হলেন বুমরাহ।
ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি অনুযায়ী এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটাররা প্রতি টেস্ট খেলার জন্য পেয়ে থাকেন ১৫ লক্ষ রুপি। ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচের জন্য যথাক্রমে ৬ লাখ ও ৩ লাখ রুপি। সেই হিসাবে ২০২০ সালে অজিদের বিপক্ষে চলমান টেস্ট সহ সর্বমোট ৪টি টেস্টের সঙ্গে ৯টি ওয়ানডে ও ৮টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন বুমরাহ। বোর্ডের বার্ষিক চুক্তি বাদ দিয়েই বুমরাহ আয় করলেন ১.৩৮ কোটি রুপি।
২০২০ সালে ভারতের হয়ে ৩ টেস্ট, ৯ ওয়ানডে ও ১০ টি-টুয়েন্টি খেলেছেন কোহলি। সেই হিসাবে কোহলির আয় ১.২৯ কোটি রুপি। তিন নম্বরে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ২টি টেস্ট, ৯টি ওয়ানডের সঙ্গে এবং ৪ টি-টুয়েন্টি খেলে রবিন্দ্রু জাদেজার আয় ৯৬ লক্ষ রুপি।
সব মিলিয়ে চমকটা কিন্তু দেখালেন জাসপ্রিত বুমরাহ!
Discussion about this post