ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বর্তমান চ্যাম্পিয়ন বলে কথা। শিরোপা ধরে রাখতে এখনই প্রস্তুতি শুরু হয়ে গেল বাংলাদশে অনূর্ধ্ব-১৯ দলের। দলের সঙ্গে এখন কাজ করছেন পেস বোলিং কোচ তালহা জুবায়ের। ক্যাম্প চলাকালীন শিষ্যদের নিয়ে বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জাতীয় দলের সাকে এই ক্রিকেটার।
জুনিয়র টাইগারদের ওপর আস্থা আছে তালহার। জানালেন প্রস্তুতি ঠিক পথেই আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের।
চলুন দেখে নেই গণমাধ্যমে কি বললেন তালহা জুবায়ের।
পেস বোলারদের কিভাবে প্রস্তুত করছেন?
আমরা অনেকদিন ধরেই এই বোলারগুলো নিয়ে কাজ করছি। লাস্ট যে ক্যাম্প হয়েছে সিলেটে ওখানে আমরা ম্যাচ খেলেছি। এখনো পর্যন্ত ভালো করছে। তাদের সামর্থ্য আছে এই বয়সে যে পেস থাকার দরকার, আরও বেটার করার জন্যই আমরা ক্যাম্পটা করছি। আমরা ট্যুরে যেতে পারছিনা, আমাদের দেশেও কেউ আসতে পারছেনা। আমরা চেষ্টা করছি আমাদের সুবিধাগুলো দিয়ে যতটুকু সম্ভব ওদের বেটার বোলার বানানো যায়।
জুনিয়র দলের পেসারদের গতি কেমন?
ছোটবেলায় পেস ন্যাচারালি আসে। এখানেও আছে, একদম যে নাই তা না। আমরা স্পিড ওভাবে মাপতে পারিনি। খালি চোখে দেখে যেটা বোঝা যায় ওরা ১৩০ গতিতে বল করতে পারে। এখন আমরা যে চেষ্টাটা করছি স্ট্রেংথ ট্রেনিং হোক বা ফিটনেসে আরেকটু জোর দিয়ে হোক, কারোন ওরা যখন ন্যাচারালি ওদের দেশে বাড়িতে অনুশীলন করে এখানে কিন্তু এত সুযোগ সুবিধা পায়না কিংবা এসব সম্পর্কে জানেওনা।
পেসাররা তাহলে ঘাম ঝরানো অনুশীলন করে যাচ্ছেন?
অবশ্যই, কেন নয়? কারণ আপনি যদি কষ্ট করেন যে কোন কিছুই সম্ভব। এই ক্যাম্পে যারা আছে তারা প্রত্যেকেই পরিশ্রমী। তারা মানসিক ও শারীরিক সব দিক দিয়েই প্রস্তুত। ওদেরকে একটা জিনিস মাথায় দেওয়া হয়েছে যে অনেক কষ্ট করতে হবে এবং ত্যাগ স্বীকার করতে হবে। তারাও প্রস্তুত ত্যাগ স্বীকারের কথা বলেন , কঠোর পরিশ্রমের কথা বলেন। আর আত্রা কষ্ট করছেও।
এর সুফল পাবে তো দল?
আপনি তখনই ফল পাবেন যখন আমরা ম্যাচ খেলতে পারবো বাইরের দেশগুলোর সাথে। এটাই বোর্ড থেকে চেষ্টা করা হচ্ছে কিন্তু করোনার কারণে পারছে না। আমরা নিজেদের মধ্যে ম্যাচ খেলেছি এবং সামনে আহয়তো আরও খেলবো। সামনে হয়তো আরও দুইটা অতিরিক্ত দল যোগ করে বড় কিছু হতে পারে। যদি হয় ভালো। আমরা যখন ম্যাচ খেলতে পারবো তখন প্রকৃত দৃশ্যটা বুঝতে পারবো যে তারা কি পর্যায়ে আছে।
বোলারদের বোলিং অ্যাকশনে সমস্যা নেই তো?
বোলারদের অ্যাকশনে তখনি হাত দেওয়া হয় যখন ইনজুরির কোন চান্স থাকে। ধরেন কোন বোলার একটা অ্যাকশনের কারণে ইনজুরিতে পড়ে গেছে। কি কারণে পড়লো, কোন জায়গায় পড়লো তখন অ্যাকশন পালটানো হয়। এখন অ্যাকশনগুলো দেখা হয় কারণ আপনার মিক্সড অ্যাকশন আছে কিনা কিংবা আপনার বোলিংয়ের কোন জায়গাটায় ভালো করলে আপনি আরেকটু ভালো করতে পারবেন। এছাড়া কখনোই হাত দেওয়া হয়না অ্যাকশনে, কখনোই হয়নি। এখন যেটা হচ্ছে এরকমই হবে। এখন আমরা হাত দিচ্ছি না কিন্তু যদি কোন বোলার মিক্সড অ্যাকশনে থাকে তাহলে হাত দেব।
Discussion about this post