ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অগ্রহায়ণের শেষ প্রান্তে দাঁড়িয়ে বাড়ছে শীতের প্রকোপ। প্রান্তিক অঞ্চলের মতো শহরেও সন্ধ্যা না হতেই কুয়াশায় অন্ধকার হতে শুরু করেছে চারপাশ। শিশির পড়ছে। এখন তো দিনের বেলাতেও একই দৃশ্যপট। দেখা মিলছে না সূর্যের। তার মধ্যে খেলা চালিয়ে যাওয়া সহজ নয়।
এ কারণ্ই বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের সময়-সূচিতে পরিবর্তন নিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘন কুয়াশা ও শিশিরের কারণে টুর্নামেন্টের শেষ দিকে এসে সূচি পরিবর্তনে অনেকটা বাধ্য হয়েছে বোর্ড।
নতুন সময়ানুযায়ী প্রথম ম্যাচ শুরু দুপুর সাড়ে ১২টায় (টস ১২টা) ও দ্বিতীয় ম্যাচ শুরু হবে সাড়ে ৫টায় (টস ৫টা)। এই নতুন সময় কার্যকর হচ্ছে ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) ম্যাচ থেকেই।
যে দিন মাত্র একটি ম্যাচ সেদিন খেলা শুরু হবে সাড়ে ৪টায়। টস হবে ৪টায়। যার মানে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ার শুরু বিকেল সাড়ে ৪টায়।
আগামী মঙ্গলবার বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ও ১৮ ডিসেম্বর ফাইনাল শুরু হবে আগের নির্ধারিত সময় সাড়ে ৪টাতে।
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ টেকনিক্যাল কমিটির কনভেনার জালাল ইউনুস স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
Discussion about this post