ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রথম তিন ম্যাচে একাদশে জায়গা পাননি তিনি। দলের চতুর্থ ম্যাচে সুযোগ পেয়েই জয়ের নায়ক শুভাগত হোম। সুযোগ পেয়ে ব্যাট হাতে দ্রুত কিছু রানের পর বল হাতে ভয়ঙ্কর। তুলে নিলেন তিন উইকেট। খুলনাকে জেতালেন এই অলরাউন্ডার। দুই জয়ে দল পেলো স্বস্তি। অন্যদিকে ঢাকা তৃতীয় হারে দারুণ চাপে।
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে সোমবার বেক্সিমকো ঢাকা ও জেমকন খুলনা ম্যাচে তেমন একটা প্রাণই ছিল না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খুলনা তুলে নেয় ৩৭ রানের জয়।
বেক্সিমকো ঢাকার বিপক্ষে ২০ ওভারে জেমকন খুলনা তুলে ৮ উইকেটে ১৪৬ রান। রুবেল হোসেন নেন ৩ উইকেট। জবাবে ঢাকা ১০৯ রানে অলআউট।
সাকিব আল হাসান এই ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ। তবে মাহমুদউল্লাহ রিয়াদ ৪৭ বলে ৪৫ রান করেন।
হতাশ করেন এনামুল (৮ বলে ৫)। রুবেল হোসেনের বলে বোল্ড সাকিব আল হাসান (৯ বলে ১১)। এই টুর্নামেন্টে ৪ ম্যাচে সাকিবের মোট রান ৪১।
তবে সাকিবর স্বস্তি তার দল জিতেছে। দুই জয়ে লড়াইয়ে টিকে থাকল তারা। অন্যদিকে টুর্নামেন্টে তিন ম্যাচের তিনটিই হেরে পয়েন্ট টেবিলে সবার নীচে ঢাকা।
সংক্ষিপ্ত স্কোর-
জেমকন খুলনা: ২০ ওভারে ১৪৬/৮ (এনামুল ৫, সাকিব ১১, জহুরুল ৪, ইমরুল ২৯, মাহমুদউল্লাহ ৪৫, আরিফুল ১৯, শামীম ১, শুভাগত ১৫*, শহিদুল ১; রুবেল ৪-০-২৮-৩, শফিকুল ৪-০-৩৪-২, নাসুম ৪-০-১০-১, নাঈম ৩-০-১৬-১, মুক্তার ৪-০-৩৯-০, রবি ১-০-৭-০)।
বেক্সিমকো ঢাকা: ১৯.২ ওভারে ১০৯ (তানজিদ ৪, নাঈম ১, রবি ৪, মুশফিক ৩৭, ইয়াসির ২১, আকবর ৪, মুক্তার ৪, নাঈম ৩, নাসুম ৭, রুবেল ৪*, শফিকুল ৫; শুভাগত ৩.২-০-১৩-৩, আল আমিন ৪-০-২৫-০, সাকিব ৪-২-৮-১, শহিদুল ৪-০-৩০-৩, হাসান ৪-০-২২-২)।
ফল: জেমকন খুলনা ৩৭ রানে জয়ী
ম্যাচসেরা: শুভাগত হোম
Discussion about this post