ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একের পর করোনা আক্রান্ত হওয়ার দুঃসংবাদ দিচ্ছেন ক্রিকেটাররা। এবার নেপালের তারকা ক্রিকেটার সন্দ্বীপ লামিচানে জানালেন তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।
লামিচানে নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে । বর্তমানে তিনি আইসোলেশনে আছেন। এ ব্যাপারে লামিচানে বলেন, ‘আমি করোনায় আক্রান্ত হয়েছি। বুধবার থেকে অসুস্থ বোধ করছি। তবে আমার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। সবকিছু ঠিকঠাক চললে আমি আবারো মাঠে ফিরব। সবাই আমার জন্য প্রার্থনা করবেন।’
নেপাল ক্রিকেটারদের কাঠমান্ডুর ত্রিভূবন বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে ট্রেনিং ক্যাম্প করার কথা ছিল । ক্যাম্পের আগেই লামিচানে ও নেপালের অধিনায়ক জ্ঞনেন্দ্র মল্লসহ ৪ জন করোনায় আক্রান্ত হলেন।
আসন্ন বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলার কথা লামিচানের। কিন্তু তার আগেই তিনি আক্রান্ত হলেন করোনায়।
Discussion about this post