ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব আল হাসান মাঠে ফিরেছেন। কিন্তু জেমকন খুলনার হয়ে এখনও এ তারকা ফিরতে পারেননি পুরনো রূপে। তবে দলটির কোচ মিজানুর রহমান বাবুল অবশ্য সাকিবের ব্যাপারে আশাবাদী। তার বিশ্বাস, পরের ম্যাচেই সাকিব ফিরবেন স্বরূপে।
প্রথম ম্যাচে ১২ রান করা সাকিব দ্বিতীয় ম্যাচে ১৫ রান করে আউট হন। দুই ম্যাচেই ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু ইনিংস বড় করতে পারেননি। খুলনার কোচ মিজানুর রহমান বাবুল অবশ্য সাকিবের ব্যাপারে আশাবাদী। তার বিশ্বাস, পরের ম্যাচেই সাকিব ফিরবেন স্বরূপে, ‘সাকিব আল হাসান দেশের অন্যতম সেরা ক্রিকেটার। পারফরম্যান্সে সন্তুষ্ট হওয়ার কথা না ঠিক। কিন্তু সাকিব আল হাসান অবশ্যই ফিরে আসবে।’
নিষেধাজ্ঞার কারণে এক বছর সাকিবকে খেলা থেকে দূরে ছিলেন সাকিব। এজন্যই কি ছন্দ খুঁজে পেতে অসুবিধা হচ্ছে তার? এ ব্যাপারে বাবুল বলেন, ‘মাত্র দুইটা ম্যাচ গেলো। অনেক দিন ও খেলার মধ্যে ছিল না। আমার মনে হয় আর বেশি সময় নিবে না। পরের ম্যাচ থেকেই সাকিবের রূপ দেখতে পারবো আশা করি।’
নিজেদের প্রথম ম্যাচে ফরচুন বরিশালকে ৪ উইকেটে হারায় জেমকন খুলনা। দ্বিতীয় ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর কাছে ৪ উইকেটে পরাজিত হয় দলটি। শনিবার গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে খেলবে দলটি। এ ম্যাচ দিয়েই সাকিব ফিরবেন পুরনো ছন্দে। এমনটাই আশা করেন বাবুল।
Discussion about this post