ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হঠাৎ করেই ভেসে এসেছে দুঃসংবাদ। আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা আর নেই। বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। বেশ কয়েক দিন অসুস্থ ছিলেন তিনি। এবার চলে গেলেন না ফেরার দেশে।
মৃত্যুকালে ম্যারাডোনার বয়স হয়েছিল ৬০ বছর। এই কিংবদন্তির মৃত্যুতে শোকাহত সবাই। শোক জানালেন মাশরাফি বিন মর্তুজাও। বাংলাদেশের এই তারকা ক্রিকেটার তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখলেন, শোকের পরে শোক চলছে। তোমার থেকে বড় সুপারস্টার আমার চোখে আর কেউ ছিলোনা, আর আসবেও না। ব্যক্তি জীবনে তুমি আমার একমাত্র সুপারস্টার ছিলে যাকে আমি একবার হলেও সামনে থেকে দেখতে চেয়েছিলাম।
তোমার বা পায়ের আঁকা নিখুঁত গোলের ছবি গুলো মনের ক্যানভাসে থেকে যাবে আজীবন।
ভালো থেকো ওপারে যাদুকর। দি ড্রিবলিং মাস্টার, দিয়াগো আরমান্দো মারাদোনা।’
শোকাহত ম্যারাডোনার সঙ্গে যার তুলনা করা হতো সেই কিংবদন্তি পেলে। ব্রাজিলের বিশ্বকাপ জয়ী এই মহাতারকা সামাজিক যোগাযোগমাধ্যমে জানালেন নিজের অনুভূতি। তিনি স্বর্গে ম্যারাডোনার সঙ্গে খেলার আশায় আছেন। লিখেছেন, ‘আমরা একদিন স্বর্গে একসঙ্গে ফুটবল খেলব।’
শ্রদ্ধা জানালেন আরেক মহাতারকা লিওনেল মেসিও। যিনি ম্যারাডোনারই দেশের ছেলে। আর্জেন্টাইন লিজেন্ড লিখলেন, ‘সকল আর্জেন্টাইন এবং ফুটবলের জন্য একটি অত্যন্ত দুঃখের দিন । সে আমাদের ছেড়ে চলে যায় কিন্তু ছেড়ে যায় না, কারণ ডিয়েগো চিরন্তন ।
আমি তার সাথে কাটানো সব সুন্দর মুহূর্তগুলি গ্রহণ করি এবং তার পরিবার এবং বন্ধুদের সমবেদনা জানাতে চাই । শান্তিতে থাকুন।’
Discussion about this post