ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে। মঙ্গলবার ভোটাভুটিতে সিঙ্গাপুরের ইমরান খাজাকে তিনি হারিয়ে দেন।
আইসিসির সভাপতি হতে নির্বাচনে আইসিসি’র ১৬ সদস্যের বোর্ডের দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান বার্কলে ভোটের সেই বাধা পেরিয়ে যান। সবচেয়ে গুরুত্বপূর্ণ ১১ নম্বর ভোট তিনি পান দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড থেকে।
এরআগে গত জুলাইয়ে আইসিসির প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান ভারতের শশাঙ্ক মনোহর। এরপর সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের প্রধান ইমরান খাজা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন। একসময় আইসিসির এই প্রেসিডেন্ট পদে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে এবং সিঙ্গাপুরের ইমরান খাজাই ছিলেন দুই প্রার্থী।
আইসিসির নতুন স্বাধীন সভাপতি হওয়ার পর গ্রেগ বার্কলে তার প্রতিক্রিয়ায় জানান- ‘আশা করছি মহামারির এই দুঃসময় থেকে বেরিয়ে এসে আমরা ক্রিকেটকে আরও ভাল এবং শক্ত অবস্থানে নিয়ে যেতে পারবো। আমরা সবাই একজোট হয়ে নেতৃত্ব দিতে সক্ষম হবো।’
Discussion about this post