ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরে আসার কথা আগামী বছরের জানুয়ারিতে। তার আগে বাংলাদেশে কোভিড-১৯ এর থেকে নিরাপদে থাকার জন্য ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য কী কী প্রোটোকলের ব্যবস্থা করা হবে তা দেখতে আসবে দেশটির ক্রিকেট বোর্ডের পর্যবেক্ষক দল।
করোনা পরবর্তী যুগে ঘরোয়া ক্রিকেটের আয়োজন বেশ সফলভাবেই করেছে বাংলাদেশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে আবার শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ২০২০। এরমধ্যেই বাংলাদেশের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণে আসবেন ওয়েস্ট ইন্ডিজের দুই সদস্য বিশিষ্ট পর্যবেক্ষক দল। তাদের মধ্যে রয়েছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পরিচালক, মেডিকেল দলের সদস্য ও আইসিসির সদস্য ডাক্তার অক্ষয় মানসিং এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থাপক পল স্লো। আগামী ২৮ নভেম্বর তারা বাংলাদেশে পা রাখবেন। অবস্থান করবেন ৩ ডিসেম্বর পর্যন্ত।
ওয়েস্ট ইন্ডিজ দলই প্রথম করোনার মধ্যে ইংল্যান্ড সফর করেছিল। বর্তমানে নিউজিল্যান্ড সফরে আছে দলটি। তাদের পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে যাচ্ছে বাংলাদেশের মাটিতে।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি রিকি স্কেরিট এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বাংলাদেশ যদি ইংল্যান্ডের মতো নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করতে পারে তাহলে তাদের আর কোনো অভিযোগ নেই। তিনি আরও বলেছিলেন, তারা বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে শ্রদ্ধা করে্ন এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে পছন্দ করেন। তাই শক্তিশালী স্কোয়াডটিই বাংলাদেশে পাঠাবেন।
Discussion about this post