ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগামী মঙ্গলবার থেকে মাঠে গড়াবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগ। এজন্য অনুশীলনে ব্যস্ত সময় পার করছে সবগুলো দল। ব্যতিক্রম নয় মিনিস্টার গ্রুপ রাজশাহী। রোববার দলটির জার্সিতে অনুশীলনের সময় অবশ্য পায়ে চোট পেয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আপাতত বিশ্রামে আছেন তিনি।
মিরপুর একাডেমি গ্রাউন্ডে ওয়ার্ম আপের সময় চোট রোববার পান সাইফ। মাঠেই নিয়েছেন প্রাথমিক চিকিৎসা। কি অবস্থা তা জানা যাবে স্ক্যানের। তবে সোমবার আবার অনুশীলনে নামবেন এই পেস বোলিং অলরাউন্ডার।
সাইফউদ্দিনকে রোববার ক্রাচে ভর দিয়ে মাঠ ছাড়তে দেখা গেছে। এ দিন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রাজশাহী দলের মোহাম্মদ আশরাফুল,‘আপডেটটা তো আমিও জানি না। আমরাও ক্লিয়ার না। হালকা ফুটবল খেলতে গিয়ে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। পরে এঙ্কেলে লেগেছে।’
আসন্ন টি-টোয়েন্টি কাপকে সামনে রেখে কোভিড-১৯ টেস্টে সেরে অনুশীলনে যোগ দিয়েছেন ক্রিকেটাররা। এর মধ্যে পজিটিভ হয়েছেন চট্টগ্রামের মাহমুদুল হাসান জয়।
২৪ নভেম্বর প্রথম ম্যাচে মুখোমুখি হবে আশরাফুল-সাইফদের রাজশাহী ও তারুণ্যনির্ভর দল বেক্সিমকো ঢাকা। রাজশাহী দলের নেতৃত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত।
Discussion about this post