ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চলতি মাসের শেষ দিকে শুরু হবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যেকার দ্বিপাক্ষিক সিরিজ। এজন্য কেপ টাউনে জৈব-সুরক্ষা বলয়ে ঢুকে পড়েছে দুই দেশের ক্রিকেটাররা। আগে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে ৫০ জনের করোনা পরীক্ষা করানো হয়। এরপরই জানা গেল প্রোটিয়া এক ক্রিকেটার কোভিট-১৯ এ আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ক্রিকেটার ও তার সংস্পর্শে আসা আরও দুই ক্রিকেটারকে রাখা হয়েছে আইসোলেশনে। ওই তিন জনের নাম অবশ্য প্রকাশ করেনি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা অবশ্য এখনও ঐ তিন ক্রিকেটারের বদলি হিসেবে কারও নাম ঘোষণা করেনি। তবে দলে বাড়তি দুজন ক্রিকেটার যোগ করা হচ্ছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি। এ ব্যাপারে এক বিজ্ঞপ্তিতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকিা জানিয়েছে, ‘একজন ক্রিকেটারের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে এবং আরও দুই জন ক্রিকেটার তার সংস্পর্শে যাওয়ায় তাদেরকেও আইসোলেশনে রাখা হয়েছে। সবাই মেডিকেল টিমের পর্যবেক্ষণে আছেন। এই মুহূর্তে আর কোনো ক্রিকেটারকে বদলি হিসাবে দলে নেওয়া হবে না। তবে ২১ তারিখের প্রস্তুতি ম্যাচের জন্য দুই জনকে দলে ডাকা হবে।’
সীমিত ওভারের সিরিজ খেলতে কয়েকদিন আগেই দক্ষিণ আফ্রিকা পৌঁছেছে ইংল্যান্ড। এরইমধ্যে দলটি শুরু করেছে অনুশীলন। আগামী শনিবার স্থানীয় দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও খেলবে দলটি। একই দিন নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে প্রোটিয়ারাও।
আগামী ২৭ নভেম্বর টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগে অবশ্য কিছুটা বিপদে পড়েছে দক্ষিণ আফ্রিকা। অবশ্য দেশটির ক্রিকেট বোর্ড চেষ্টা করছে দ্রুতই সেটা কাটিয়ে উঠতে।
Discussion about this post