ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত মার্চে শেষবার আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে দীর্ঘ সময়। মাঝে অবশ্য শ্রীলঙ্কা বিপক্ষে খেলার জোর সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু করোনার কারণে সব ভেস্তে যায়। তবে এবার ওয়েস্ট ইন্ডিজের দিকে তাকিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী বছরের শুরুতে দলটি বাংলাদেশ সফরে আসবে। দলটা ওয়েস্ট ইন্ডিজ বলেই তাই এ সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি।
আগামী বছরের শুরুতে বাংলাদেশ সফরে আসার কথা ওয়েস্ট ইন্ডিজের। সেই সিরিজে ৩টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টির সূচি রয়েছে। তবে এ সিরিজ মাঠে গড়াতে সবচেয়ে বড় বাধা করোনা। কারণ, আসন্ন শীতের মৌসুমে প্রাণঘাতী এই ভাইরাসের প্রকোপ বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবুও আশাবাদী বিসিবি। দলটা ওয়েস্ট ইন্ডিজ জন্যই আত্মবিশ্বাসী টাইগার বোর্ড।
এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, ‘আমরা এরই মধ্যে বায়ো বাবল নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করছি। তাদের একটি পরিকল্পনাও দেয়া হয়েছে। এরপর আমরা সরকারের কাছে অনুমতি চেয়ে পরিকল্পনা পাঠাবো।’
আকরাম আরও বলেন, ‘আমি ওয়েস্ট ইন্ডিজ সফর বলেই আত্মবিশ্বাসী। তারা আসবে আমি নিশ্চিত। তবে তার আগে আমরা টি-টোয়েন্টি টুর্নামেন্টটা সফলভাবে আয়োজন করতে চাই।’
ওয়েস্ট ইন্ডিজ আসবে বলে নিরাপত্তা নিয়ে আলাদা করে ভাবছে বিসিবি। সেই সিরিজের জন্য উপযুক্ত জৈব-সুরক্ষা বলয় তৈরি করতে আসন্ন ৫ দলীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের দিকে তাকিয়ে টাইগার ক্রিকেট বোর্ড, ‘আমরা আল্লাহর রহমতে দেখেন প্রথম যে টুর্নামেন্টটি করেছি, সফলভাবে করেছি। এখন এই টুর্নামেন্টটিও যদি করতে পারি, ইনশাআল্লাহ আমরা ওয়েস্ট ইন্ডিজকে হোস্ট করতে পারব। এই টুর্নামেন্ট দুইটা যদি ভালোভাবে করতে পারি, এর চেয়ে ভালো কিছু করে ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা করব।’
Discussion about this post