ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন জাতীয় দলের দুই ক্রিকেটার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ। তামিম খেলবেন লাহোর কালান্দার্সে, মাহমুদউল্লাহ মুলতান সুলতানসে। শেষ ধাপে খেলতে সহসাই করাচির পথে ঢাকা ছাড়বেন দু’জন।
সোমবার এই টুর্নামেন্টে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র পেয়েছেন তারা। এর আগে ২০১৭ ও ২০১৮ পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে খেলেছেন মাহমুদউল্লাহ। ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে তামিম খেলেন পেশাওয়ার জালমিতে।
এ বছরের পিএসএল মাঝ পথে থমকে যায়। করোনাভাইরাসের কারণে গত মার্চে টুর্নামেন্টের দুটি এলিমিনেটর ম্যাচ, একটি কোয়ালিফায়ার ও ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হতে পারেনি।
এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ১৪, ১৫ ও ১৭ নভেম্বর। ভেন্যু করাচি।
টুর্নামেন্টে খেলতে আগামী ১০ নভেম্বর ঢাকা ছাড়তে পারেন তামিম-মাহমুদউল্লাহ।
পিএসএলে খেলার অপেক্ষায় থাকা মাহমুদউল্লাহ বলেন, ‘পিএসএলে খেলার সুযোগ পাওয়া আমার জন্য সম্মানের। এই বছর ক্রিকেট খেলতে হচ্ছে একটু ভিন্নভাবে। আশা করছি আমাদের ভক্তদের মুখে হাসি ফোটানোয় অবদান রাখতে পারব।’ তামিম ইকবাল জানাচ্ছিলেন, ‘পিএসএলে ফেরার জন্য দেরি সইছে না আমার। লাহোর কালান্দার্স খুবই ভালো খেলেছে এখনও পর্যন্ত। আমাদের দলের ট্রফি জয়ে ভূমিকা রাখতে চাই।’
১৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে মুলতান সুলতানস। কোয়ালিফায়ার ম্যাচে ১৪ নভেম্বর তাদের প্রতিপক্ষ করাচি কিংস। তামিমের লাহোর কালান্দার্স ১০ পয়েন্ট নিয়ে রয়েছে তিনে। ১৪ নভেম্বর প্রথম এলিমিনেটরে তামিমদের প্রতিপক্ষ পেশাওয়ার জালমি। সেই ম্যাচে জিতলে দ্বিতীয় এলিমিনেটর ১৫ নভেম্বর। ১৭ নভেম্বর ফাইনাল।
Discussion about this post