ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দল নিয়ে এতোদিনে শ্রীলঙ্কাতে থাকার কথা ছিল তাদের। কিন্তু সফরটা শেষ অব্দি হয়নি। এরমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুরু করেছে নতুন এক টুর্নামেন্ট। তিন দল নিয়ে বিসিবি প্রেসিডেন্টস কাপ। ৫০ ওভারের এই টুর্নামেন্টের ফাইনাল রোববার। কিন্তু তার আগেই দেশ ছাড়লেন বাংলাদেশ জাতীয় দলের তিন বিদেশী কোচ।
টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, বোলিং কোচ ওটিস গিবসন ও ফিল্ডিং কোচ রায়ান কুক শুক্রবার দিবাগত রাত পৌনে দুইটায় ঢাকা ছাড়েন।
রাসেল ডমিঙ্গো, ওটিস গিবসন আর রায়ান কুক এমিরেটসের ঢাকা-দুবাইয়ের ফ্লাইটে বাংলাদেশ ছেড়েছেন। আর ওয়েস্ট ইন্ডিজের গিবসন গেলেন লন্ডন। দুই দক্ষিণ আফ্রিকান ডমিঙ্গো ও কুকের যাবেন জোহানেসবার্গে।
সব ঠিক থাকলে ফের আসবেন আসছে মাসে। নভেম্বরে কর্পোরেট টি-টুয়েন্টি কাপ হবে। তার আগেই ঢাকায় চলে আসবেন তারা।
বিসিবি প্রেসিডেন্টস কাপে মাহমুদউল্লাহ একাদশের কোচ ছিলেন গিবসন। তার দল উঠেছে ফাইনালে। যেখানে রায়ান কুক ছিলেন তামিম একাদশের কোচ। যারা লিগ পর্ব থেকেই বিদায় নেয়।
Discussion about this post