রোববার ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে জিতেছে আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং এবং প্রাইম দোলেশ্বর। আবাহনী ৬ উইকেটে জেতে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে, মোহামেডান ২৩ রানে হারায় ব্রাদার্স ইউনিয়নকে এবং কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে দোলেশ্বর ৩ উইকেটে জিতেছে।
আবাহনী-খেলাঘর
বিকেএসপিতে টস হেরে খেলাঘর ব্যাট করতে নেমে ৪৬.৩ ওভারে ১৬১ রানে অল আউট হয়ে যায়। দলের হয়ে ৪৬ রানের সবচেয়ে বড় ইনিংসটি খেলেন আরিফুল হক। ৩৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য ১৬২ রানে পৌঁছায় আবাহনী।
সংক্ষিপ্ত স্কোর
খেলাঘর : ১৬১/১০, ৪৬.৩ ওভার (ভ্যানডর্ট ২৬, আরিফুল ৪৬, মাসুম ৩২*; আল-আমিন ৩/৩১, নাবিল সামাদ ২/৩২, শামসুল ২/৩১)।
আবাহনী : ১৬২/৪, ৩৭.৩ ওভার (সামাদ ৭৯*, ওয়েসেলস ২৬, স্মিথ ২৬*; ফয়সাল ২/২৬)।
ফল : আবাহনী ৬ উইকেটে জয়ী।
মোহামেডান-ব্রাদার্স
বগুড়ায় মোহামেডান ৪৩ ওভারে ৮ উইকেট হারিয়ে করে ২৮২ রান। ব্রাদার্স ৪৩ ওভারে ৯ উইকেটে ২৫৯ রানে আটকে থাকে তারা। মোহামেডান জিতে যায় ২৩ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
মোহামেডান : ২৮২/৮, ৪৩ ওভার (রাজিন ৯০, ইজাজ ৫১,; সানজামুল ২/৪৯)।
ব্রাদার্স : ২৫৯/৯, ৪৩ ওভার (সামারাবিরা ৭৮, সানজামুল ৫৩*; হাবিবুর ৩/৫১)।
ফল : মোহামেডান ২৩ রানে জয়ী। ম্যাচসেরা : রাজিন সালেহ।
দোলেশ্বর-কলাবাগান
রাজশাহীতে কলাবাগান ৫০ ওভারে ৭ উইকেটে করে ২৪৩ রান। জবাবে ৪৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৪ রান তুলে জিতে যায় দোলেশ্বর।
সংক্ষিপ্ত স্কোর
কলাবাগান : ২৪৩/৭, ৫০ ওভার (শাফায়েত ৬০, মুবারক ৫১, ফরহাদ ৪৩; শফিউল ৩/৫৬)।
দোলেশ্বর : ২৪৪/৭, ৪৭ ওভার (মালান ৭৫, মেহেদি ৪৭, রনি ৪২; শাফায়েত ২/২৬)।
ফল : দোলেশ্বর ৩ উইকেটে জয়ী। ম্যাচসেরা : ডাভিড মালান।
Discussion about this post