ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শ্রীলঙ্কা সফর ফের পিছিয়ে গেল। আপাতত আর দ্বীপ দেশটিতে যাওয়া হচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মুশফিকুর রহিমদের মাঠের বাইরে রাখছে না। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় ধাপের অনুশীলন ক্যাম্প। এবার চলবে ১৫ দিন।
এর আগে বুধবার জাতীয় দল, অনূর্ধ্ব-১৯ দল ও কোচিং স্টাফ মিলিয়ে প্রায় একশ জনের করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে। নেগেটিভদের নিয়ে জৈব সুরক্ষা বলয়ে চলবে জাতীয় ও যুব দলের অনুশীলন।
করোনা নেগেটিভ হলে জাতীয় দলের ক্রিকেটাররা ফের উঠবেন রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে। আর অনূর্ধ্ব-১৯ দল চলে যাবে সাভারের বিকেএসপিতে। সেখানে ১৫ দিনের এই ক্যাম্প চলার সময় অনুশীলনের পাশাপাশি জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া ২৭ ক্রিকেটার দুই দলে ভাগ হয়ে দুটি দুই দিনের ও একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচে লড়বে।
সামনের শুক্রবার ও শনিবার প্রথম প্রস্তুতি ম্যাচ। দ্বিতীয় দিনের খেলা শেষে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে। এরপর সোমবার ও মঙ্গলবার হবে দুই দিনের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। ১৩ অক্টোবর থেকে তিনদিনের প্রস্তুতি ম্যাচ শুরু। ৮, ১০ ও ১১ অক্টোবর ফের অনুশীলন।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এক ভিডিও বার্তায় বলেন, ‘জৈব সুরক্ষা বলয়ে ক্রিকেটারদের দ্বিতীয় ধাপের অনুশীলন আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হতে যাচ্ছে। আজ বাংলাদেশ জাতীয় দল, অনূর্ধ্ব-১৯ দল ও কোচিং স্টাফদের নমুনা সংগ্রহ করা হয়েছে। কাল টেস্টের ফলের ভিত্তিতে বাংলাদেশ জাতীয় দল হোটেল সোনারগাঁওয়ে আর অনূর্ধ্ব-১৯ দল বিকেএসপিতে তাদের অনুশীলন শুরু করবে। স্বাস্থ্য মন্ত্রণালয়, হোটেল কর্তৃপক্ষ, বিকেএসপির সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সুরক্ষা বলয় তৈরি করবে এবং আমরা তা সুষ্ঠুভাবে পরিচালনার চেষ্টা করবো।’
Discussion about this post