ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
লম্বা সময় পর শ্রীলঙ্কা সফর দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু লঙ্কান ক্রিকেট বোর্ডের কঠিন কোয়ারেন্টাইন শর্তের কারণে টাইগার এ সফর পড়ে চরম অনিশ্চয়তায়। তবে বিসিবি আশাবাদী ছিল। তাই লঙ্কান ক্রিকেট বোর্ডের কাছে শর্ত শিথিলের আবেদন করে। তাতে অবশ্য তেমন সাড়া মেলেনি। তাই সোমবার বাধ্য হয়েই সংস্থাটির সভাপতি ঘোষণা দেন, আপাতত লঙ্কা সফরে যাচ্ছে না বাংলাদেশ।
এরআগে লঙ্কান ক্রিকেট বোর্ড জানিয়েছিল, শ্রীলঙ্কা সফরে গেলে বাংলাদেশ ক্রিকেট দলকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ সময়ে টাইগারদের হোটেলের বাইরে যাওয়ার কোন সুযোগ থাকবে না। কিন্তু এ ব্যাপারটি মেনে নিতে পারেনি বিসিবি। তাই ব্যাপারটি নতুন করে ভাবতে সংস্থাটি প্রস্তাব দেয় লঙ্কানদের। কিন্তু তাতে তেমন কাজ হয়নি। যে কারণে সোমবার নিজেদের অবস্থান পরিষ্কার করলো বিসিবি।
আপাতত না গেলেও পরবর্তীতে সুযোগ বুঝে বাংলাদেশ দল শ্রীলঙ্কায় খেলতে যাবে। এজন্য দেশটির ক্রিকেট বোর্ডকে নতুন সূচির জন্য চিঠি দিয়েছে বিসিবি।
শ্রীলঙ্কা সফরে আপাতত না যাওয়ার ব্যাপারে সোমবার নাজমুল হাসান মিরপুর সংবাদ সম্মেলনে বলেন, ‘শ্রীলঙ্কা বাংলাদেশের দেওয়া সব প্রস্তাবেই রাজি হচ্ছে। শুধু মানতে চাচ্ছে না একটা শর্ত। যেটা হলো কোয়ারেন্টাইন শিথিলের শর্ত। শ্রীলঙ্কার নিয়ম অনুযায়ী, যেকোন ব্যক্তিকে সেখানে গিয়ে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। হোটেল থেকে বের হওয়া যাবে না। এই পরিস্থিতিতে তাই শ্রীলঙ্কা সফর হচ্ছে না।’
এরআগে গতকাল শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাইডলাইন ইস্যুতে তৈরি হওয়া অনিশ্চয়তা না কাটায় সেখানে যেতে পারেনি টিম টাইগার্স। উল্টো ক্রিকেটারদের অনুশীলন তিনদিনের জন্য বন্ধ করে বিসিবি।
করোনা না থাকলে চলতি বছরের জুলাইয়ে তিন ম্যাচের টেস্ট খেলতে শ্রীলঙ্কায় যেত বাংলাদেশ। পরে অবশ্য শ্রীলঙ্কায় করোনা পরিস্থিতির উন্নতি হলে নতুন করে এ সিরিজ নিয়ে দুই বোর্ডের মধ্যে আলোচনা হয়। এক পর্যায়ে আগামী অক্টোবরে দুই দলের তিন ম্যাচের সিরিজের দিন ধার্য্য হয়। যদিও সূচি চূড়ান্ত হয়নি। যে কারণে এ সিরিজ মাঠে গড়ানো নিয়ে ছিল চরম অনিশ্চয়তা। শেষ পর্যন্ত সোমবার সেটাই সত্যি হল।
Discussion about this post