ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অবশেষে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর নিয়ে আশার আলো উঁকি দিচ্ছে। দুই পক্ষ অনেকটা উদার হয়ে এখন অপেক্ষায়। এরইমধ্যে শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুই ভাগে কোয়ারেন্টিনের প্রস্তাব দিয়েছে। বাংলাদেশে ৭ দিন কোয়ারেন্টিন করে শ্রীলঙ্কায় পৌঁছে আরও ৭ দিন কোয়ারেন্টিনে করতে হবে তামিম ইকবাল-মুমিনুল হকদের।
একইসঙ্গে সফরে সদস্য সংখ্যা বাড়ানোর দাবি ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। সংখ্যাটা ৩০ থেকে বেড়ে ৪১ হতে পারে।
অবস্থা দেখে মনে হচ্ছে লঙ্কান বোর্ডের নতুন প্রস্তাবে শ্রীলঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয়ের রাজি হওয়ার সম্ভাবনা বেশি। এখন আনুষ্ঠানিকভাবে নতুন সফর পরিকল্পনা পাঠালে তারপর সিদ্ধান্ত জানাবে বিসিবি।
বিসিবির মিডিয়া বিভাগের প্রধান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, ‘আমরা এখনো ই-মেইলের অপেক্ষায় আছি। আশা করি কয়েক দিনের মধ্যে জানতে পারব। সিদ্ধান্তটা এখন শ্রীলঙ্কার কোভিড টাস্ক ফোর্সের। এই টাস্কফোর্স কোভিড-১৯ নিয়ন্ত্রণ করে শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কা ক্রিকেট তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছে, তারা জানলে আমরা জানতে পারব।’
এদিকে ১৯ সেপ্টেম্বর ঢাকায় এসে করোনা পরীক্ষার নমুনা দেবেন ঢাকার বাইরে থেকে আসা জাতীয় দলের ক্রিকেটাররা। ২০ সেপ্টেম্বর হোটেলে উঠে ২১ সেপ্টেম্বর থেকে শুরু প্রস্তুতি ক্যাম্প। জালাল ইউনুস জানান, ‘আমরা প্রস্তুত। আগে যে রকম প্রস্তুতি নেওয়ার কথা ছিল সে রকম প্রস্তুতিই নিয়ে রেখেছি।’
সব ঠিক থাকলে ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। ২৪ অক্টোবর তিন টেস্ট সিরিজের প্রথমটি শুরু করার কথা।
Discussion about this post