ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রায় এক বছর বল-ব্যাট থেকে দূরে রয়েছেন সাকিব আল হাসান। তবে সব কিছু ঠিক থাকলে আগামী ২৯ অক্টোবর থেকে এ তারকা ক্রিকেটার আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়ে ফিরবেন মাঠের ক্রিকেটে। তবে ক্রিকেট মহলে এক বড় প্রশ্ন হচ্ছে ক্রিকেটে ফিরে কি নেতৃত্ব ফিরে পাবেন সাবেক এ অধিনায়ক? নাকি বর্তমান দায়িত্ব প্রাপ্তদের কাধেই থাকবে এদেশের ক্রিকেটের আর্ম ব্র্যান্ড। বিষয়টা কিছুটা পরিষ্কার করার চেষ্টা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
একটি ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে নাজমুল হাসান জানিয়েছেন, ‘সাকিব তিন ফরম্যাটেই হতে পারে। ওর এই ক্ষমতা আছে, কিন্তু সাকিব বদলে গেছে। সে কিন্তু আগের সাকিব নেই। আমি বলতে চাই আমার ধারণা ভুলও হতে পারে, সে সব খেলোয়াড়দের সঙ্গে যতটা মিশতো তার চেয়ে বেশি মিশে। আগে সাকিব মাঠে যতটুকু সম্পৃক্ত থাকতো এখন তার চেয়ে হতে পারে। এই জিনিসটা বা সম্পর্কটার উন্নতি হয়েছে। এতো বছরে। ওকে আমি আলাদা মানুষ হিসেবে ধরি এখন। ওকে দলের সবাই গ্রহণ করে নেয়। এটা অধিনায়ক হতে হলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ওর সব গুন আছে তিন ফরম্যাটেরই অধিনায়ক হওয়ার জন্য।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড তিন ফরম্যাটে আলাদা দল ও অধিনায়ক করার ব্যাপারে ভাবছে। এ নিয়ে নাজমুল বলেছেন, ‘আমাদের আসলে ফরম্যাট অনুযায়ী অধিনায়ক রাখতে পারলে ভালো হয়। এমনকি আলাদা যদি দল থাকে। পুরা দল তো আর আলাদা হবে না। অন্তত প্রতি ফরম্যাটের জন্য যদি ৩-৪জন স্পেশালিস্ট খেলোয়াড় পাওয়া যায় বিশেষ করে টেস্ট এবং টি-টোয়েন্টি। তাহলে আমাদের জন্য ভালো হয়। এই প্রক্রিয়া থেকেই আসছে অধিনায়ক আলাদা হলে ভালো হয়। কিন্তু এর মানে এই না সাকিব হলে বা অন্য কেউ হলে পারবে না। একটা জিনিষ ঠিক করেছি যে যাকেই দেয়া হোক দীর্ঘ মেয়াদের জন্য দেব।’
Discussion about this post