ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দীর্ঘ সময় পর ক্রিকেটারদের স্কিল ট্রেনিং যখন শুরু হয়েছে, নেটে তাইজুল ইসলামকে দেখে চমকে গেলেন অনেকেই। অনেকটাই বদলে গেছে তার বোলিং অ্যাকশন! নতুন অ্যাকশনে দেখা গেল ডেনিয়েল ভেটোরির ছায়া। নতুন এই অ্যাকশনে এখন অনেকটাই মানিয়ে নিয়েছেন বলে জানিয়েছন তাইজুল।
তাইজুলের নতুন এ বোলিং অ্যাকশনর কারিগর কিন্তু ভিটোরিই। তার পরামর্শে এরইমধ্যে তিনি রপ্ত করে ফেলেছেন নতুন অ্যাকশন।
সাদা বলে এতোদিন বিসিবির বেচনায় খুব একটা ছিলেন না তাইজুল। তবে এবার লাল-সাদা দুই বলের কেন্দ্রীয় চুক্তিতে তাকে রেখেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। তাইজুলও তাই নিজেকে তৈরি করতে চাচ্ছেন সেই দাবি মেটানোর জন্য। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনের পর তাইজুল জানালেন, ‘৩-৪ মাস পর মাঠে ফিরে আসা কঠিন। তার পরও ক্রিকেট বোর্ড যে সুযোগ-সুবিধা দিয়েছে, আমরা ২ মাসের মতো প্র্যাকটিস করলাম। ব্যক্তিগতভাবে আমি বোলিং নিয়ে কাজ করেছি। ভেটোরির সঙ্গে কথা বলেছি আমার বোলিং নিয়ে, মাঝখানে অ্যাকশন বদলেছি। অ্যাকশন নিয়ে কাজ করেছি। শরীরের সঙ্গে এখন অ্যাকশন মানিয়ে গেছে। এখন টানা ২ ঘণ্টা বোলিং করতেও সমস্যা হচ্ছে না। আমাদের ব্যক্তিগত অনুশীলন যখন ছিল, তখন যে সুবিধাটা হয়েছে, যার যার কাজগুলি নিজের মতো করে করতে পেরেছি। সপ্তাহ দুয়েক হলো ব্যাটম্যানদের বোলিং করছি নেটে। আত্মবিশ্বাস বাড়তে শুরু করেছে, আরও কিছুদিন গেলে আরও বাড়বে আশা করি।’
টেস্টে তাইজুলের যেটা বড় শক্তি, লাইন-লেংথে টানা বল করে যাওয়া ও ফ্লাইটের বৈচিত্র, সেখানে আপোস করার শঙ্কা থাকেই। তবে এবার তিনিই উড়িয়ে দিলেন সেই শঙ্কা, ‘আগের অ্যাকশনে একই জায়গায় টানা বল করার সুবিধা পেতাম। কিন্তু ওই অ্যাকশনে তিন সংস্করণে চালিয়ে যাওয়াটা কঠিন ছিল, কারণ বৈচিত্রের মাত্রা কম ছিল। ভেটোরির সঙ্গে কথা বলার পর তিনি বলেছেন যে এই অ্যাকশনে একইরকম বল করে হয়তো তিন ফরম্যাটে খেলতে পারব। এজন্য বলের বাড়তি বাউন্সের দিক চিন্তা করে, ওভার স্পিনের কথা চিন্তা করে, বিভিন্ন বৈচিত্রের কথা চিন্তা করেই অ্যাকশন বদলে ফেলেছি। এর মধ্যে ফলও পাচ্ছি, বৈচিত্র পেতে সহায়তা করছে নতুন অ্যাকশন।’
নতুন অ্যাকশনে বল করে এখন ম্যাচে করে দেখানোর অপেক্ষায় তাইজুল। কিন্তু বাংলাদেশের শ্রীলঙ্কার সফর দুলছে অনিশ্চয়তায়। এই বাঁহাতি স্পিনারের চাওয়া, অনিশ্চয়তা কেটে যাক, ক্রিকেটাররা ফিরুক চেনা জগতে, ‘আমরা যারা ক্রিকেটার, বা যে কোনো খেলার খেলোয়াড়ই বলুন, এত লম্বা সময় খেলার বাইরে থাকা কঠিন। আমরা মাঠে থাকতেই পছন্দ করি। সামনে শ্রীলঙ্কা সিরিজ হওয়াটা তাই খুবই জরুরি। তাহলে ক্রিকেটাররা সবাই মাঠে ফিরতে পারব। আগের অবস্থায় ফিরতে পারলে ভালো লাগবে।’
Discussion about this post