ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শ্রীলঙ্কা সফরের জন্য আপাতত একক অনুশীলনেই প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা। দল ঘোষণা হয়নি, তাই ক্যাম্পও শুরু হয়নি। অবশ্য করোনাভাইরাসের কারণে আগের দৃশ্যপট নেই। প্রস্তুতি শুরুর আগে করোনা টেস্ট করতে হবে ক্রিকেটারদের। এখানেই শেষ নয়, সব মিলিয়ে সফরের আগে চারবার কোভিড-১৯ পরীক্ষা হবে টাইগার ক্রিকেটারদের।
সব ঠিক থাকলে তিন টেস্টের সিরিজ খেলতে আগামী ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ জাতীয় দল। এই সফরে তাদের সঙ্গে থাকবে বিসিবির হাই পারফরম্যান্স স্কোয়াড (এইচপি)। তারা দুটি তিনদিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডে খেলবে।
অক্টোবরের শেষদিকে টেস্ট সিরিজ শুরুর আগে লম্বা সময় শ্রীলঙ্কায় থাকবে বাংলাদেশ দল। কারণটাও সংগত। করোনার কারণে শুরুতেই কোয়ারেন্টাইনে থাকতে হবে ১৪দিন। তারপর অনুশীলন। এ অবস্থায় রাজধানী কলম্বোতে ক্যাম্প করার অনুমতি পায়নি বিসিবি। কলম্বো থেকে প্রায় ১৫৬ কিমি দূরের শহর ডাম্বুলায় শুরুতে ক্যাম্প করবে জাতীয় দল ও এইচপি দল। সেটি হবে প্রায় তিন সপ্তাহের ক্যাম্প।
সেখানেই অনুশীলনের পাশাপাশি এইচপির ক্রিকেটাররা জাতীয় দলের অনুশীলনে সাহায্য করবে। দুটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলারও কথা রয়েছে। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন গণমাধ্যমে জানান, ‘ওরা কলম্বো বাদে কয়েকটি অপশন আমাদের দিয়েছিল। আমাদের কাছে মনে হয়েছে ডাম্বুলা সবচেয়ে ভালো। আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। ডাম্বুলাতে আমরা আগেও গিয়েছিলাম। সেখানের অভিজ্ঞতা ভালো। সেখানেই হতে পারে ক্যাম্প।’
একইসঙ্গে জানা গেল, সফরের খরচ বহন করবে বিসিবি। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানান, ‘জাতীয় দলের পূর্ণ প্রস্তুতির জন্য আমরা এইচপি দলকে আগেভাগে শ্রীলঙ্কা নিচ্ছি। এজন্য এইচপি দলের প্রথম তিন সপ্তাহের খরচ আমরা বহন করবো। জাতীয় দলেরও খরচ আমাদের। এইচপি দল যখন শ্রীলঙ্কায় আতিথেয়তায় চলে যাবে তখন ওরাই সবকিছু দেখবে।’
এইচপি ও জাতীয় দলের ক্রিকেটার, স্টাফ মিলিয়ে ৬০ জনের দল নিয়ে চার্টার্ড ফ্লাইটে কলম্বো যাবে টাইগাররা।
এদিকে করোনাভাইরাসের কারণে মিরপুর শেরেবাংলায় দু’দিন আগে বন্ধ করে দেয়া হয় ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। সাপোর্টস্টাফসহ মোট তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ অবস্থায় তিনদিন নয়, আরও বেশিদিন মিরপুরে প্র্যাকটিস বন্ধ রাখার কথা ভাবছে বিসিবি।
Discussion about this post