ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আন্তর্জাতিক ক্রিকেটার নন তিনি। কোন টেস্ট খেলুড়ে দেশের সদস্যও নন। এ কারণেই নামটাও ক্রিকেট বিশ্বের অজানা। তবে রোববার থেকে অনেকে শুনতে শুরু করলেন তার নাম। তিনি শাহরিয়ার বাট। বেলজিয়ামের অধিনায়ক। ইউরোপের এই দেশটিও খেলছে ক্রিকেট।
তার পথ ধরেই টি-টুয়েন্টিতে একইদিনে ফিফটি আর সেঞ্চুরির বিরল রেকর্ড গড়লেন শাহরিয়ার বাট। তারও আগে একইদিনে আলাদা দুই ম্যাচে দুই ফিফটির রেকর্ড ছিল আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদের।
কিন্তু এবার শাহরিয়ার টি-টুয়েন্টিতে ছয় নম্বরে নেমে তুলে নিলেন সেঞ্চুরি! যেখানে এর আগে এমন কীর্তি নেই। ইংল্যান্ডের স্যাম বিলিংসের এই পজিশনে নেমে অপরাজিত ৮৭ রান করে গড়েন রেকর্ড।
অনেকেরই জানা টি-টুয়েন্টিকে আরও বেশি ছড়িয়ে দিতে অনেক বেশি করে ম্যাচ আন্তর্জাতিক মর্যাদা দিয়েছে আইসিসি। এরমধ্যে করোনা পরবর্তী সময়ে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ দিয়ে ফিরল আন্তর্জাতিক টি-টুয়েন্টি। পাশাপাশি চেক রিপাবলিক ও বেলজিয়ামকে নিয়ে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের আয়োজন করেছে লুক্সেমবার্গ। সেখানেই দ্বিতীয় দিনে বিশ্বরেকর্ড গলেন বেলজিয়ামের অধিনায়ক পাকিস্তান বংশোদ্ভুত ক্রিকেটার শাহরিয়ার।
২৯ আগষ্ট প্রথম ম্যাচে লুক্সেমবার্গের বিপক্ষে ৩৭ রানে জয়ের ম্যাচে বেলজিয়ামের অধিনায়ক শাহরিয়ার করেন ৪৫ বলে অপরাজিত ৮১।একই দিন এরপরের ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে খেলতে নেমে ৫০ বলে করেন অপরাজিত ১২৫ রান।
একইদিনে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এমন অর্জন আর দেখেনি ক্রিকেট বিশ্ব!
Discussion about this post