ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনা পরীক্ষায় পজেটিভ-নেগেটিভ রিপোর্ট নিয়ে বেশ কিছুদিন ধরে ঝামেলায় ছিলেন মোহাম্মদ হাফিজ। শেষ পর্যন্ত এখান থেকে মুক্তি পেয়ে এ তারকা পাড়ি জমান ইংল্যান্ড সফরে। আপাতত সেখানে তিন ম্যাচ টি-টোয়েন্টি খেলার জন্য অপেক্ষা করছেন। ঠিক সময়ই পাকিস্তানের এ অলরাউন্ডার পেলেন দুঃসংবাদ। এবার তিনি ফাঁসলেন কর ফাঁকির মামলায়।
হাফিজ ২ কোটি ৬০ লাখ রুপির কর ফাঁকি দিয়েছেন। এমন এ অভিযোগই করেছে, পাকিস্তানের কেন্দ্রীয় রাজস্ব বোর্ডের (এফবিআর)। ২০১৪ সালে ৮ কোটি ৬০ লাখ রুপির সম্পত্তি কেন গোপন করেছিলেন, সেটির কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি তিনি। কর ফাঁকির কারণ জানতে চেয়ে ২০১৯ সালে হাফিজকে নোটিশ দেয় এফবিআর।
এর আগে অবশ্য কর ফাঁকি বা সম্পত্তি লুকানোর অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন হাফিজ। জানান, প্রতি বছর নিয়ম করেই কর দেন তিনি।
Discussion about this post